BSF-র বিরুদ্ধে মন্তব্য করে বিপাকে উদয়ন গুহ, পেলেন প্রাণনাশের হুমকি

বাংলাহান্ট ডেস্কঃ বিএসএফের (BSF) বিরুদ্ধে মন্তব্য করে কার্যত বিপাকে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। ফোন মারফত পেলেন ‘প্রাণনাশের’ হুমকি। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে কটূ ভাষায় গালিগালাজও শুনতে হল বিধায়ককে। ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক।

সূত্রের খবর, একটা প্রাইভেট নম্বর থেকে বৃহস্পতিবার রাত ১০ টা বেজে ১০ মিনিট নাগাদ তৃণমূল বিধায়ক উদয়ন গুহের কাছে একটি ফোন আসে। আর সেখানেই তাঁকে হুমকি দেওয়া হয়। বিধায়ক জানান, ‘প্রথমে ইংরাজিতে জানতে চায়, বিধানসভায় কারা বিএসএফ নিয়ে মন্তব্য করেছিলেন। এরপর কে বলছেন জিজ্ঞেস করতেই, দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। দেখুন প্রাইভেট নম্বর তো সবাই পেতে পারেন না। আমার ধারণা এই ঘটনার পেছনে কোন উচ্চপদস্থ হিন্দিভাষী বিধায়ক অথবা সাংসদ রয়েছেন’।

BSF Recruitment 2021 2 1

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিধানসভায় দিনহাটার বিধায়ক উদয়ন গুহ মন্তব্য করেছিলেন, ‘যারা BSF-র অত্যচার চোখে দেখেনি, তাঁরা কোনোদিনও বিশ্বাস করতে পারবে না। BSF-র ক্ষমতা বাড়িয়ে দ্বৈত শাসন আনার চেষ্টা করছে বিজেপি। সীমান্তবর্তী এলাকায় যারা থাকেন, তাঁদের জিজ্ঞাসা করুন, BSF কী সেটা বুঝে যাবেন। সন্তানদের সামনে BSF তল্লাশি করার নামে তাঁর মায়ের গোপনাঙ্গে পর্যন্ত হাত দিয়ে দেয়’।

এরপর বিএসএফের দফতরে গিয়ে ক্ষমাও চেয়ে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। তিনি বলেন, ‘১৬ তারিখ বিএসএফ ইস্যুতে বিধানসভায় চর্চা হয়। সেখানে ১- ২ জন বিধায়ক বিএসএফের সম্মানহানিও করেন। আর সেই কারণেই আমরা এখানে ক্ষমতা চাইতে এসেছি। বিএসএফ হল আমাদের গৌরব। আপনাদের প্রণাম জানাই আমরা। জাত-রাজনীতির উর্দ্ধে উঠে দেশের সেবা করে চলেছে এরা। গরু চুরির জন্য বাংলা বিখ্যাত হয়ে উঠেছে, সীমান্ত এলাকায় গোমাতার উপরে খুব অত্যাচারও করা হয়। গোমাতার জন্য গোশালা তৈরি করে এসব বন্ধ করা দরকার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর