‘…পদ্মফুলে যত মত তত পথ’- ফেসবুকে ইঙ্গিতপূর্ন পোস্ট করে রাজনীতিবিদদের টেনশন বাড়ালেন তৃণমূল বিধায়ক

বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায়ও আকার ইঙ্গিতে বিদ্রোহের কথা জানান দিচ্ছেন। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। তবে সেই পোস্টে নাম না করেই শুভেন্দু ও রাজীবকে আক্রমণ করেছেন তিনি। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

শুক্রবার রাতে উদয়ন ফেসবুকে নিজের ওয়ালে লেখেন, ‘হয় জলে [সেচ] অথবা জঙ্গলে [বন] নাহলে পদ্মফুলে যত মত তত পথ।’ আর এই পোস্ট ঘিরেই জল্পনা। আসলে এই পোস্টে রাজীব ও শুভেন্দুকেই আক্রমণ করা হয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ইস্তফার আগে পরিবহণের পাশাপাশি সেচ দফতরের মন্ত্রীও ছিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী। তাই উদয়নের পোস্টে সেচ ও ও বন মানে শুভেন্দু ও রাজীব বলেই অনুমান।

IMG 20201212 153649

অন্যদিকে, পোস্টে পদ্মফুলের উল্লেখ করেছেন তিনি, যা বিজেপির নির্বাচনী প্রতিক। অর্থাৎ শুভেন্দু ও রাজীবের বিজেপিতে যোগদানের ইঙ্গিত ওই পোস্টে দিয়েছেন উদয়ন। প্রসঙ্গত, শুভেন্দুর পর ‘বেসুরো’ মন্তব্য করতে দেখা গিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কেও। তাঁর নামেও একাধিক জায়গায় পোস্টার পরছে। এরই মাঝে ব্রাহ্মণ ট্রাস্টের এক সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘যত মত থাকবে, তত ভিন্ন ভিন্ন পথ থাকবে। এই পথে না হলে অন্যপথ ধরতে হবে!’ উদয়নের ফেসবুক পোস্টে এই ‘যত মত তত পথ’এর কথাই বলা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত খবর