জ্বলে উঠলেন পিতৃহারা উমেশ! তার রিভার্স সুইংয়ে দ্বিতীয় দিনের শুরুতেই ধ্বংস অস্ট্রেলিয়া! ভারত পিছিয়ে ৮৮ রানে

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল বেশ শক্তিশালী জায়গায় দিনটি শেষ করার পর আজ সকালে তাসের ঘরের মতো ভেঙে পড়লো অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার। অশ্বিন (Ravi Ashwin), উমেশ যাদবের (Umesh Yadav) দাপটে ১৯৭ রানেই শেষ হয়ে গেল অজিদের ইনিংস। অস্ট্রেলিয়া হাতে লিড পেয়েছে মাত্র ৮৮ রানের। তবে ইন্দোরের পিচে এই লিডই বেশ বড় ভূমিকা নিয়ে ফেলতে পারে ম্যাচের জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে।

আজ সকালে অশ্বিন পিটার হ্যান্ডসকম্বকে ফেরানোর পরেই শুরু হয় ধ্বংসলীলা। রিভার্স সুইংকে কাজে লাগিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন উমেশ। ক্যামেরুন গ্রিনকে এলবিডব্লিউ করার পর তিনি মিচেল স্টার্ক এবং টড মার্ফির স্টাম্প ছিটকে দেন। গতকাল মাত্র দুই ওভার বোলিং করেছিলেন। আজ মাত্র ৩ ওভার বোলিং করে ৮ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট।

বাকি কাজ সম্পন্ন করেন রবিচন্দ্রন অশ্বিন। উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারিকে মাত্র ৩ রানের ব্যক্তিগত স্কোরে ড্রেসিংরুমে ফিরিয়েছেন তিনি। এরপর হিসাবে অস্ট্রেলিয়ার তারকা অফ স্পিনার ন্যাথান লিয়নকে বোল্ড করেন ভারতের তারকা অফ স্পিনার। ২০ ওভার হাত ঘুরিয়ে ৪ টি মেডেন সহ ৪৪ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তিনি।

ravi ashwin vs aus

তবে তারকা অফ স্পিনারের চেয়েও উভয়ের যাদবের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিছুদিন আগেই নিজের বাবাকে হারিয়েছেন ভারতের তারকা পেসার। ভারতীয় দলে এমনিতেও নিয়মিত ছিলেন না। তিনি যে ইন্দোরে খেলবেন এমনটাই কেউ ভাবেনি। কিন্তু শামিকে বিশ্রাম দেওয়ার কারণে তাকে দলের জায়গা দেয় রোহিত শর্মা। সামান্য বোলিং করার সুযোগ পেলেও নিজের জাত চিনিয়ে দিলেন উমেশ।

প্রতিবেদনটি লেখার সময় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৪ ওভার ব্যাটিং করে নিয়েছে। কোনও উইকেট না হারিয়ে তাদের স্কোর আপাতত ১১ রান।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর