বুম বুম বুমরার রেকর্ডে ডাকের মেলা বাটলারদের শিবিরে, ভারতের লক্ষ্য নেলসন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ছয়জনের মধ্যে চারজন শুন্যতে আউট। গোল্ডেন ডাক বেন স্টোকস। তিন ওভারেই তিন উইকেটের পতন। এখান থেকেই চিত্রটা পরিষ্কার হয়ে গিয়েছিল। তারপরে ইংল্যান্ড কিকরে একশো রানের গন্ডি পেরিয়ে যেতে পারলো সেই নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন অনেকে। আর্দ্র আবহাওয়া, ঘণ্টায় ১৫ কিমি বেগে বাতাস বইছে, টস জিতে ব্যাটিং নেওয়ার আগে দুবার ভাবেননি রোহিত। বাটলার আফসোস করে জানালেন জিতলে তারাও বোলিং নিতেন। দলের তিন পেসারকে আক্রমণাত্মক ফিল্ড সাজিয়ে লেলিয়ে দিলেন। ফলস্বরূপ ব্যাটিংয়ে বিশাল গভীরতাসম্পন্ন ইংল্যান্ড মাত্র শেষ ১১০ রানে।

একদম শুরুর দিকের ওভারগুলি যেভাবে বল করছিলেন বুমরা এবং শামি, দেখে মনে হচ্ছিল না ইংল্যান্ডের কোন ব্যাটারি বেশিক্ষণ টিকতে পারবেন।বিশেষ করে বুমরার সুইং বুঝতে অসুবিধায় পড়ছিলেন সকল ইংল্যান্ড ব‍্যাটার। কিছু বোঝার আগেই প্যাভিলিয়নে ফিরে যান রয়, রুট এবং স্টোকস। বেয়ারস্টো নিজের স্বাভাবিক ব্যাটিং বদলে কিছুক্ষন চেষ্টা করলেও তিনিও ৭ রান করে বুমরার শিকার হন। এরপর বাটলার (৩০) এবং শেষের দিকে ডেভিড উইলি এবং কার্সের জুটি কিছুটা চেষ্টা করে ইংল্যান্ডকে ১০০ রানের গন্ডি পেরোতে সহায়তা করেন। ইতিহাস তৈরি করেন আজ যশপ্রীত বুমরা। প্রথম ভারতীয় প্রেসার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গত দেন শামি। মঈন আলীর উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা।

বুমরা: ৭-৩-১৯-৬
শামি: ৭-০-৩১-৩

ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ডেভিড উইলি ক্রিস ওভার্টন, ব্রাঈডন কার্সে, রিসে টপলি,

ভারতীয় একাদশ:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা, যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর