মাদ্রাসা খোলা রাখলেই দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা! নতুন বিষ্ফোরণ ঘটালো যোগী সরকার

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি উত্তর প্রদেশ সরকার (Uttar Pradesh Government) রাজ্যের সমস্ত মাদ্রাসায় নোটিশ পাঠিয়েছে। ইতিমধ্যেই মাদ্রাসা (Madrasa) বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। এমনকি নির্দেশ না মেনে মাদ্রাসা বন্ধ না করলে প্রতিদিনের হিসেবে ১০ হাজার টাকা জরিমানাও করা হতে পারে বলে খবর। অনুমোদনহীন মাদ্রাসার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথের সরকার।

সম্প্রতি রাজ্যের মাদ্রাসায় বিদেশি ফান্ড আসছে কি না সেটা খতিয়ে দেখার জন্যই এক বিশেষ ইনভেস্টিগেশন টিম তৈরি করেছিল উত্তরপ্রদেশ সরকার। সূত্রের খবর, জেলা প্রশাসন এরকম প্রায় ১০০টি মাদ্রাসার খোঁজ পেয়েছে যেখানে উপযুক্ত কাগজপত্র নেই। এবং সম্প্রতি এই মাদ্রাসাগুলির বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিচ্ছে যোগী আদিত্যনাথ সরকার।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ১২ টি অনুমোদনহীন মাদ্রাসায় নোটিশ পাঠানো হয়ে গেছে। নির্দেশিকায় বলা হয়েছে, এরপরেও মাদ্রাসা খোলা রাখলে দৈনিক ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসা বন্ধ না করা হবে ততদিন পর্যন্ত এই জরিমানা দিয়ে যেতে হবে। মিডিয়া সূত্রে আরও খবর, আপাতত এটা মুজফফরনগরেই ঘটেছে।

আরও পড়ুন : ঘটে গেল ভয়ানক কাণ্ড! পা ঠিক হতে না হতেই ফের হাসপাতালে ভর্তি রুবেল দাস

মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শুভম শুক্লা জানিয়েছেন, ‘ব্লক শিক্ষা আধিকারিক এই নোটিশ ইস্যু করেছেন। সেখানকার সংখ্যালঘু দফতর আমাদের জানিয়েছে, উপযুক্ত নথিপত্র ছাড়াই অন্তত ১০০টি মাদ্রাসা রয়েছে। তাদের নথিভুক্ত করার জন্য় বলা হয়েছে। স্কুল বা মাদ্রাসা হিসাবে স্বীকৃতি পাওয়াটা কোনও কঠিন ব্যাপার নয়। বা কোনও জটিল ব্যাপার নয়।’

আরও পড়ুন : একফ্রেমে রচনা ও মদন মিত্র, কানে কানে কী বলছেন বিধায়ক? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

682f3217 9725 489a a916 9cf2bc570ff1 e1698162834840

অপরদিকে ইউপি বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের চেয়ারম্যান ইফতিকার আহমেদ জাভেদের কথায়, ‘মাদ্রাসার ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই। শিক্ষা দফতরেরও নেই। কেবলমাত্র সংখ্যালঘু দফতরের এই অধিকার রয়েছে।’ অন্যদিকে জামিয়াত উলেইমা-ই-হিন্দের উত্তরপ্রদেশের সেক্রেটারি জাকির হোসেন দাবী করেছেন, ‘এইসব নোটিশের মাধ্যমে নাকি একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। একাধিক মাদ্রাসায় এই নোটিশ পাঠিয়ে তিন থেকে পাঁচ দিনের মধ্যে নথিপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে।’ এটা কতটা বাস্তবায়িত করা সম্ভব সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর