‘এক দেশ এক আইন”, সংসদে কবে পেশ হচ্ছে ‘অভিন্ন দেওয়ানি বিধি” বিল? প্রকাশ্যে এল দিনক্ষণ

বাংলাহান্ট ডেস্ক : এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী বাদল অধিবেশনে পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) বিল। সংবাদমাধ্যমটি সরকারের শীর্ষস্তরের এক সূত্রকে উদ্ধৃত করে বলেছে, অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে আইন মন্ত্রক। আসন্ন বাদল অধিবেশনে তা পেশ হতে পারে।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আইন কমিশনের প্রতিনিধিদের স্ট্যান্ডিং কমিটি আগামী ৩ জুলাই তলব করেছে। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাধারণ মানুষের কী মতামত সেই বিষয় সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছিল আইন কমিশন। এই সমীক্ষা থেকে আইন কমিশন কী কী তথ্য পেয়েছে সেই বিষয়টি এবার খতিয়ে দেখতে চায় সংসদ বিষয়ক এবং আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি।

রিপোর্ট খতিয়ে দেখার পরই চূড়ান্ত হবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে লোকসভার বাদল অধিবেশন। লোকসভায় এই মুহূর্তে যে পরিমাণ সরকারের সাংসদ রয়েছে তাতে আশা করা হচ্ছে এই আইন পাশ করাতে সরকারকে বিশেষ ঝক্কি পোহাতে হবে না। বিজেপির পক্ষ থেকে বক্তব্য রেখে বলা হয়েছে, সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে এই বিধি কার্যকর করা হলে।

ucc

দূর করা যাবে লিঙ্গবৈষম্য। শক্তিশালী হবে মহিলাদের অধিকার। এর ফলে মান্যতা দেওয়া হবে সংবিধানের মূল ভাষাকে। প্রসঙ্গত, ২০১৪ সালে বিজেপির সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে। এমনকি ২০১৯ সালে বিজেপির নির্বাচনী ইস্তেহারেও উল্লেখ করা ছিল অভিন্ন দেওয়ানি বিধির কথা। আগামী লোকসভা নির্বাচনের আগে ফের এই বিল পাশ করাতে উদ্যোগী হয়ে উঠছে কেন্দ্র।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর