রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখা করবেন মমতার সাথেও

বাংলা হান্ট ডেস্কঃ দুদিনের জন্য বঙ্গের মাটিতে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার রাতেই উড়ানে পাড়ি দেবেন কলকাতার উদ্দেশ্যে। মূলত ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে (Eastern Zonal Council Meet) যোগ দিতেই অমিত শাহের এই বঙ্গ সফর। শনিবার দুপুর নাগাদ বৈঠক সেরে রওনা দেবেন রাজধানীর পথে। অমিত শাহের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও (Mamata Banerjee)।

ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর বঙ্গ সফরের জন্য রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে কড়া নিরাপত্তা নিয়ে বেশ কয়েক দফার নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। সেই মতোই দেখা হচ্ছে তার সুরক্ষার বিষয়টি। সূত্রের খবর, বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিমের মুখ্যমন্ত্রীরাও। ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে বাংলার পাশাপাশি পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলি নিরাপত্তার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ।

জানা যাচ্ছে ,এ বছর ইস্টার্ন জোনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট পাঁচটি জোনাল কাউন্সিল রয়েছে। প্রতিটিরই চেয়ারম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে রাজ্যে এই বৈঠক হয়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হন ভাইস চেয়ারম্যান। যেহেতু এবার পশ্চিমবঙ্গে হচ্ছে তাই তার ভাইস চেয়ারম্যান হবেন বাংলার মুখ্যমন্ত্রী। আপনাদের আরও জানিয়ে রাখি, ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের  বৈঠকটি হতে চলেছে নবান্নে।

amit shah

প্রসঙ্গত , চলতি মাসের শুরুতেই  সীমান্ত নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে অমিত শাহের নেতৃত্বে বাংলায় একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে কোনো কারণে শেষ মুহূর্তে বাতিল হয় সেই বৈঠক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর