২০ কেজি RDX, ২০টি স্লিপার সেল! প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ ভারতীয়কে হত্যার ছক! তদন্তে NIA

বাংলা হান্ট ডেস্কঃ দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, একাধিকবার দেশের প্রধানদের মৃত্যুর হুমকি দিয়ে ফোনকল বা ইমেল আসার খবর পাওয়া যায়।আর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিয়ে একটি ইমেল পেলো জাতীয় তদন্ত সংস্থা NIA। ইমেলের মাধ্যমে অপরপ্রান্তের ব্যক্তি বলেছেন যে, তিনি আত্মহত্যা করতে চলেছে যাতে তার দ্বারা করা ষড়যন্ত্রটি কোনোমতে ফাঁস না হয়।

প্রেরক আরো বলেছে যে, প্রধানমন্ত্রী মোদীকে হত্যার পরিকল্পনার করা হয়েছে এবং তার জন্য কমপক্ষে 20টি স্লিপার সেল সক্রিয় করা হয়েছে। ইমেলের মারফত এই স্লিপার সেলগুলিতে যে 20 কেজি আরডিএক্স রয়েছে, সে বিষয়েও উল্লেখ করে সেই অজানা ব্যক্তি।

হুমকি ইমেলের মারফত সে উল্লেখ করেছে যে, শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদী নন, তার সাথে সে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করতেও প্রস্তুত। ইমেলে সে লেখে, “আমি কিছু সন্ত্রাসবাদীদের সাথে দেখা করেছি, তারা RDX এর ব্যাপারে সাহায্য করছে। আমি খুশি যে, আমি খুব সহজেই বোমা পেয়ে গিয়েছি এবং এখন আমি দেশের সর্বত্র বিস্ফোরণ করব। এটি আমার পরিকল্পনা, 20টি স্লিপার সেল সক্রিয় করা হয়েছে এবং এর ফলে লাখ লাখ মানুষ মারা যাবে।”

এরপর ইমেলের পরবর্তী অংশে ব্যক্তিটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাকে আটকানোর কথা বলে। এনআইএ বর্তমানে অন্যান্য বিভিন্ন সংস্থার সাথে এই তথ্য ভাগ করে নিয়েছে। বর্তমানে এনআইএ ইমেলের সেন্ডারের খোঁজ চালাচ্ছে এবং এরজন্য তার IP Address এরও খোঁজ চালাচ্ছে তারা।

2018 সালে মহারাষ্ট্র পুলিশ আদালতকে বলে যে, এক সন্দেহভাজন মাওবাদীর কাছ থেকে পাওয়া একটি চিঠিতে রোডশো করার সময় “রাজীব গান্ধী-টাইপ ঘটনা”-এ প্রধানমন্ত্রী মোদীকে হত্যার একটি চক্রান্ত ধরা পরে। বর্তমানে অজানা এই ইমেলে দেশবাসীর কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর