বিবাহিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কোথায় থাকেন স্ত্রী? বিচারপতি সম্পর্কে অজানা তথ্য চমকে দেবে

বাংলা হান্ট ডেস্কঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! এই এক নামে এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। বিচারপতি পদে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে যাচ্ছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। রবিবার দুপুর থেকে এই একটি খবরে শোরগোল পড়ে যায় রাজ্যে। এতদিন বিচারপতি হিসেবে সত্যের পক্ষে অবিচল ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার রায়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে চাকরিপ্রার্থীরা। কাউকে রেয়াত নয়। গত দুবছর থেকে একাধিক দুর্নীতির মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিয়ে সাড়া ফেলে দিয়েছেন বিচারপতি। সমাজের একাংশের কাছে তিনি হয়ে উঠেছেন ভগবান।

অন্যায়ের সাথে কোনদিন আপস করতে শেখেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। আজ আমরা আপনাদের কাছে তুলে ধরছি সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জীবনী। (তথ্য Bongbio দ্বারা সংগৃহীত)

   

প্রকৃত নাম: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
সংক্ষিপ্ত নাম: অভিজিৎ গাঙ্গুলী
জন্ম: ১৯৬২ সাল
ধর্ম : হিন্দু
রাশিচক্র: ধনু রাশি
বৈবাহিক অবস্থা: বিবাহিত
কলেজ: হাজরা ল কলেজ
জাতীয়তা: ভারতীয়
বাবার নাম: রমা প্রসাদ গাঙ্গুলী
মায়ের নাম: শেফালী গাঙ্গুলী।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একজন বড় ভাই রয়েছে যার নাম হল আদিত্য গাঙ্গুলী। তবে তার স্ত্রীর সম্পর্কে কোনও তথ্য মেলেনি। প্রথম জীবনে মিত্র ইনস্টিটিউট থেকে স্কুল জীবন শেষ করেন বিচারপতি। এরপর তিনি হাজরা ল কলেজে (Hazra Law College) 1979 সালে পড়া শুরু করেন। তার কর্মজীবন শুরু করেন উত্তর দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের ” এ” গ্রেডের অফিসার হিসেবে।

যদিও সেই চাকরি তিনি বেশিদিন করেন নি। সরকারি স্তরের বিভিন্ন দুর্নীতির কারণে তিনি চাকরি থেকে পদত্যাগ নেন বিচারপতি। এরপর কলকাতা হাইকোর্টে বাংলা আইনজীবী হিসেবে অধ্যায়ন শুরু করেন। প্রথম ১০ বছর আইনজীবী হিসেবে কাজ করেন। ২০১৮ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। পরবর্তীতে ২০২০ সালের ৩০ জুলাই কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই থেকে এক নতুন অধ্যায়ের সূচনা।

বিচারপতি গঙ্গোপাধ্যায় ভালোবাসেন বই পড়তে, সিনেমা দেখতে এবং নতুন নতুন বিখ্যাত মানুষদের জীবনী জানতে। আইনের পাশাপাশি ইংরেজি এবং বাংলা সাহিত্য পড়তে পছন্দ করেন বিচারপতি। তার পছন্দের কবি জীবনানন্দ দাশ এবং জয় গোস্বামী।

justiceabhijitgangopadhyay

আরও পড়ুন: ঘাসফুলে বিরাট ভাঙন! মঙ্গলে কোন হেভিওয়েট তৃণমূল নেতার বাড়ি যাচ্ছেন শুভেন্দু-সুকান্ত? শোরগোল

বিচারপতি হিসেবে একাধিক উল্লেখযোগ্য রায় দিয়েছেন তিনি। ২০২১ সালের নভেম্বর মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির বিরুদ্ধে সিবিআই তদন্তে একাধিক নির্দেশনা দেন। গঙ্গোপাধ্যায়ই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে সিবিআই হাজিরার নির্দেশ দেন ।প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পেছনে বিচারপতির পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এসএসসি চাকরি প্রার্থীদের আজ ভগবান হয়ে উঠেছেন বিচারপতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর