জলপাইগুড়িতে অস্বাভাবিক মৃত্যু প্রাক্তন বাম নেত্রী ও তার স্বামীর, এলাকায় চাঞ্চল্য

বাংলাহান্ট ডেস্ক : জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অপর্ণা ভট্টাচার্য (Aparna Bhattacharya) ও তার স্বামী সুবোধ ভট্টাচার্যর (Subodh Bhattacharya) অস্বাভাবিক মৃত্যু। অপর্ণা ভট্টাচার্য বাম আমলে ফরওয়ার্ড ব্লক নেত্রী ছিলেন। বাম আমলে তিনি জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানও হয়েছিলেন। পরবর্তীতে তিনি যোগদান করেন তৃণমূলে (All India Trinamool Congress)।

শনিবার সকালে প্রাক্তন এই বাম নেত্রী ও তার স্বামীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এরপর হাসপাতালে পৌঁছায় জলপাইগুড়ি থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, স্বামী ও স্ত্রী দুজনেই কীটনাশক খেয়ে আত্মহত্যা (Suicide) করেছেন।

উল্লেখ্য, অপর্ণা ভট্টাচার্য বাম আমলে ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। অপর্ণা দেবী ফরওয়ার্ড ব্লকের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। এরপর রাজ্যে রাজনৈতিক পরিবর্তন ঘটলে তিনি যোগদান করেন তৃণমূলে। অপর্ণা দেবীর স্বামী সুবোধ ভট্টাচার্য জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য ছিলেন এক সময়।

suicide 600x400

অন্যদিকে, সুবোধ বাবুর আরও একটি পরিচয় রয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ির বর্তমান বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তার দিদি। ভাই ও বউয়ের মৃত্যুর সংবাদ পেয়ে শিখাদেবী ছুটে আসেন হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে। সকলের প্রশ্ন, এটি যদি সত্যিই আত্মহত্যার ঘটনা হয় তাহলে কেন এই দম্পতি এমন চরম সিদ্ধান্ত নিলেন?

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর