যোগী না অখিলেশ, উত্তরপ্রদেশের মুসলিমরা কাকে চায় মুখ্যমন্ত্রী হিসেবে, প্রকাশ্যে এল সমীক্ষার রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক : মাস পেরোলেই বিধানসভা ভোট যুদ্ধ যোগী গড়ে। উত্তরপ্রদেশ ভোটের আগে নিজেদের জয় সুনিশ্চিত করতে মরিয়া সব দলই। উত্তরপ্রদেশে ভোট শুরু হবে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে। এই অঞ্চলে একটি বড় অংশের মানুষই জাট এবং মুসলমান। একদিকে বিজেপি যেমন ব্যস্ত হিন্দু এবং জাটদের নিজের দিকে টানতে, অন্যদিকে অখিলেশ-জয়ন্ত জোট মুসলমান-জাট ভোটের দিকেই বেশি আগ্রহী। সম্প্রতি উত্তরপ্রদেশে ওপেন পোল সমীক্ষা করেছিল সিভোটার(CVoter)। তাদের সেই সমীক্ষাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

এই সমীক্ষায় দেখা যাচ্ছে বেশ ভালো ভাবেই জাটদের মন দখলে সক্ষম হয়েছে বিজেপি। ৩৭% জাট আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন যোগী আদিত্যনাথকেই। তবে আবার ২৮% অবশ্য রায় দিয়েছেন অখিলেশ যাদবের পক্ষে। ১৪% জাটের আবার প্রথম পছন্দ মায়াবতী।

অন্যদিকে খেলা ঘুরেছে মুসলমান ভোটের ক্ষেত্রে। সিভোটারের সমীক্ষায় মুখ্যমন্ত্রী হিসেবে ৭৮% মুসলমানদের পছন্দ অখিলেশ যাদবকেই। ১৩% চান মায়াবতীকে। মাত্র ৪% মুসলমানই চেয়েছেন যোগী আদিত্যনাথই থাকুন মুখ্যমন্ত্রী। ৫% এর অবশ্য এই তিন বিকল্পের বাইরে অন্য কোনো মুখ্যমন্ত্রীর পক্ষেই রায় দিয়েছেন।

yogi adityanath 123

কুর্মি এবং কুশওয়াহা সম্প্রদায়ের ৫৩% মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে চান যোগীকেই। ২৭% এর দাবি এবার রাজ্য শাসন করুন অখিলেশ। সম্পূর্ণ সমীক্ষাটির জনমত হিসেব করলে দেখা যাচ্ছে ৭০% মানুষ চান অখিলেশ যাদবের হাতে রাজ্য দিতে। সেক্ষেত্রে ২০% মানুষের ভোট যোগী আদিত্যনাথের দিকে। মাত্র ৫% মানুষই বিকল্প হিসেবে বেছেছেন মায়াবতীকে।

উত্তরপ্রদেশকে বিজেপির দুর্গ বললেও খুব একটা ভুল বলা হয় না বোধহয়। তাই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন অত্যন্ত বেশিরকম গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতির ক্ষেত্রে। যোগী গড়ে সিংহাসন রক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু ভোটের আগেই সেরাজ্যে শক্তি বাড়িয়েছে সমাজবাদী পার্টির মতন বিরোধী দলগুলি। কৃষক আন্দোলনকেই অবশ্য এর পিছনের কারণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা। তবে এবার উত্তরপ্রদেশের সিংহাসন রক্ষা যে খুব একটা সহজ হবে না বিজেপির কাছে একথা কার্যতই স্পষ্ট সিভোটারের এই সমীক্ষায় উঠে আসা তথ্য থেকে। আগামী ১০ মার্চ ফলাফল ঘোষণা হবে এই নির্বাচনের। গদি ধরে রাখতে কে কতখানি সাফল্য পাবেন, সেই উত্তর তাই সময়ই দেবে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর