নিধির খুনিকে এনকাউন্টার যোগীর পুলিশের, ধর্মান্তকরণে রাজি না হওয়ায় হত্যা করেছিল সুফিয়ান

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার লখনউ পুলিশ উত্তর প্রদেশের নিধি গুপ্তা হত্যা মামলায় পলাতক অভিযুক্ত সুফিয়ানকে এনকাউন্টারের পরে গ্রেপ্তার করে। লখনউয়ের ঠাকুরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করছিলেন সুফিয়ান। এনকাউন্টারে অভিযুক্তের পায়ে গুলি লাগে, যার কারণে সে আহত হন।

রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষের পরপরই পুলিশ আহত অভিযুক্তকে গ্রেপ্তার করে ট্রমা সেন্টারে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। সুফিয়ান আপাতত শঙ্কামুক্ত। অভিযুক্তের আহত ছবিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। ছবিতে আপনি দেখতে পাবেন যে, আহত অবস্থায় মাটিতে পড়ে আছে সুফিয়ান।

এ ঘটনার পর সুফিয়ানের পরিবারের সদস্যরা তাকে বাঁচানোর চেষ্টা করেছে বলে জানা গিয়েছে। একই সময়ে, লখনউ পুলিশ কমিশনারেট নিধির খুনি সুফিয়ানের জন্য ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল। নিধি গুপ্তার মৃত্যুর পর লখনউ পুলিশ সুফিয়ানকে গ্রেপ্তারের জন্য তোরজোড় শুরু করেছিল। লখনউ পুলিশের ৬টিরও বেশি দল তার পিছনে ছিল।

সুফিয়ানের ফোনের শেষ লোকেশন খুঁজে পায় পুলিশ। আর একটি দল রওনা হয় দিল্লিতে। এরই মধ্যে দুবাগ্গা এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয় এবং দলটি সেখানে পৌঁছায়। সেখানেই সুফিয়ানের সঙ্গে পুলিশের এনকাউন্টার হয়। সুফিয়ান ঠাকুরগঞ্জ থেকে বালাগঞ্জের দিকে ছুটে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ১৫ নভেম্বর লখনউয়ের দুবাগ্গা এলাকার দুদা কলোনিতে নিধি গুপ্তা নামে এক মেয়েকে খুন করা হয়েছিল। মেয়েটির পরিবারের অভিযোগ, সুফিয়ান তাকে চতুর্থ তলা থেকে নীচে ফেলে দেয়। চিকিৎসাধীন অবস্থায় নিধি মারা যায়। ঘটনার পর থেকে সুফিয়ান পলাতক ছিল। ধর্মান্তরিত এবং বিয়েতে অস্বীকৃতিই নিধি হত্যার কারণ বলে জানা গিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর