ব্যালট পেপারের নির্বাচনেও ধরাশায়ী অখিলেশ, ৩০ বছর পর লজ্জাজনক হার! SP-র দুর্গভেদ বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশে শনিবার জেলা পঞ্চায়েত অধ্যক্ষ নির্বাচনের ফলাফল সামনে এসেছে। এই ফলাফল সবাইকে চমকে দিয়েছে। এই নির্বাচনের ইতিহাসে সমাজবাদী পার্টির ৬৩টি আসনের রেকর্ড ছিল, কিন্তু বিজেপি এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, সমাজবাদী পার্টির গড় বলে পরিচিতি জায়গাতেও বিজেপি নিজেদের ঝাণ্ডা গাড়তে সক্ষম হয়েছে। অখিলেশ যাদব প্রতিটি নির্বাচনের EVM কে দোষ দিয়ে ব্যালট পেপারে নির্বাচন করার আবেদন জানান। আর এবার ব্যালট পেপারের নির্বাচনেই ওনার দল ধরাশায়ী হয়েছে।

উত্তর প্রদেশ জেলা পঞ্চায়েত অধ্যক্ষ নির্বাচনে বিজেপি বাম্পার জয় হাসিল করেছে। ৭৫টির মধ্যে ৬৫ আসন বিজেপি দখল করেছে। ২টি আসনে বিজেপির সহযোগী দল জিতেছে। সমাজবাদী পার্টির দুর্গ বলে পরিচিতি মৈনপুরীতেও বিজেপি জয় হাসিল করেছে। ৩০ বছর পর এই জেলায় সমাজবাদী পার্টির হার হল।

১৯৯১ সাল থেকে সমাজবাদী পার্টির প্রার্থীরা মৈনপুরীতে জেলা পঞ্চায়েত অধ্যক্ষ নির্বাচনে জিতে আসছে। কিন্তু এবার বিজেপি সেখানে জয় হাসিল করে। বিজেপির প্রার্থী অর্চনা ভদৌরিয়া ওই আসনে প্রথমবার গেরুয়া পতাকা তুলতে সক্ষম হন।

জেলা পঞ্চায়েত অধ্যক্ষ নির্বাচনে বিজেপির জয়ে খুশি জাহির করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জেলা পঞ্চায়েত নির্বাচনে জয়ী সমস্ত প্রার্থীদের আমার তরফ থেকে শুভকামনা। আপনাদের এই জয় ভারতের পঞ্চায়েত ব্যবস্থাকে আরও মজবুত করবে। আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, ‘উত্তর প্রদেশে জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বাম্পার জয় উন্নয়ন, জনসেবা আর আইনশৃঙ্খলার জন্য জনতার আশীর্বাদ। এর শ্রেয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নীতি আর দলের কর্মীরা পাওয়ার যোগ্য। উত্তর প্রদেশ সরকার আর বিজেপির কর্মীদের এরজন্য শুভেচ্ছা জানাই।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর