হবু শিক্ষকদের জন্য সুখবর! প্রাইমারি TET নিয়ে ফের বড়সড় আপডেট দিলেন পর্ষদ সভাপতি

বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্যে। এরই মধ্যে বহু টানাপোড়েনের পর গত বছর ডিসেম্বরে নেওয়া হয়েছিল টেট পরীক্ষা। এবার শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই ফের হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET Exam)। ইতিমধ্যেই সেই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে পর্ষদ।

জানা যাচ্ছে সেপ্টেম্বরেই টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তবে এবারের টেট পরীক্ষায় বেশ বড়সড় বদল আসতে চলেছে। কারণ সম্প্রতি সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী এ বার থেকে শুধুমাত্র ডি এল এড (D.El.Ed) প্রশিক্ষিত প্রার্থীরাই যোগ্য বলে বিবেচিত হবে। বিএড ডিগ্রিধারীরা আর প্রাথমিকের টেটে বসতে পারবে না।

২০২২ সালের ১১ই ডিসেম্বরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) প্রাইমারি টেট পরীক্ষা নিয়েছিল। তারপর বহুদিন পেরিয়ে গেলেও নতুন করে টেট পরীক্ষার কোনও দিন ঘোষণা করা হয়নি পর্ষদের পক্ষ থেকে। এরই মধ্যে জানা যাচ্ছে পরবর্তী টেট পরীক্ষার দিন ঘোষণা হতে চলেছে শীঘ্রই।

আরও পড়ুন: ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছে আবহাওয়া! আজই এই সব জেলায় হবে ঝড়-বৃষ্টির তোলপাড়, সতর্ক থাকুন

জানা যাচ্ছে এ বছর ডিসেম্বর মাসের ১০ এবং ১৭ তারিখের মধ্যে টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসেই এই বিষয়ে বিজ্ঞপ্তি (WB Primary TET Notification) দিয়ে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এর কথা মতো এ রাজ্যে প্রতিবছর একটি করে টেট পরীক্ষা নেওয়া হবে। আর দুইবার করে নিয়োগ করা হবে।

সম্প্রতি পর্ষদ সভাপতি জানান, গত বছর ১১ ডিসেম্বর ২০২২ যে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেখানে দেড় লক্ষের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। ইতিমধ্যেই ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

primary tet

আরও পড়ুন: হাইকোর্টে বহাল রইল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়! প্রাথমিক টেট নিয়ে বড় খবর 

জোর কদমে চলছে কাজ। খুব দ্রুত সেই মেধা তালিকা প্রকাশের পথে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সুপ্রিম কোর্টের (Supreme Court) স্থগিতাদেশের কারণে এখনও সমস্ত প্রক্রিয়া বন্ধ রয়েছে। সুপ্রিম স্থগিতাদেশ উঠলেই নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। এই একই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর