৭ মাস আগেই তালাক! দুঃখ ভুলিয়ে ফের বিয়ের পিঁড়িতে UPSC-র টপার টিনা ডাবি

বাংলা হান্ট ডেস্ক: ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন UPSC-র টপার তথা IAS অফিসার টিনা ডাবি। এই কথা নিজেই স্বীকার করে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই ২০১৩-র ব্যাচের IAS অফিসার প্রদীপ গাওয়ান্ডের সাথে টিনা তাঁর Instagram অ্যাকাউন্টে ছবিও শেয়ার করেছেন। পাশাপাশি, সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি যে হাসিটা পরেছি, সেটা তোমারই দেওয়া।”

জানা গিয়েছে যে, প্রদীপ গাওয়ান্ডেও দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন। তিনি চুরু জেলার কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও, প্রদীপ IAS হওয়ার আগে MBBS ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮০ সালের ৯ ডিসেম্বর মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। খবর অনুযায়ী, আগামী ২২ এপ্রিল জয়পুরের একটি বেসরকারি হোটেলে বিয়ে করতে চলেছেন এই জুটি।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজস্থান ক্যাডারের ২০১৬ ব্যাচের UPSC টপার টিনা ডাবি ২০১৮ সালে আতহার আমিরকে বিয়ে করেছিলেন। আতহারও একজন IAS অফিসার। তবে, এই বিয়ে বেশিদিন টিকতে পারেনি। যে কারণে ২০২০ সালে তাঁদের দু’জনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। জানা গিয়েছে, আতহার আমির ২০১৬ সালে UPSC-র দ্বিতীয় টপার ছিলেন।

মুসৌরিতে IAS-এর প্রশিক্ষণের সময়, টিনা এবং আতহার একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। এছাড়া, কর্মসূত্রে দু’জনেই রাজস্থান ক্যাডারের অফিসার ছিলেন। যদিও, বিবাহবিচ্ছেদের পরে, আতহার ক্যাডার পরিবর্তন করে তাঁর নিজ রাজ্য জম্মু-কাশ্মীরে ফিরে আসেন।

1089569 insta

এদিকে, প্রথম বিয়ের পর টিনা ডাবি তাঁর পদবির আগে “খান” বসিয়েছিলেন। তারপরেই বিবাহবিচ্ছেদের আবেদনের কিছুদিন আগে, তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে খান পদবি সরিয়ে দেন। এছাড়াও, আতহার ইনস্টাগ্রামে টিনাকে আনফলোও করেছিলেন। জানা গিয়েছে, টিনার বাবা যশবন্ত ডাবি ও মা হিমানি ইঞ্জিনিয়ার। তিনি ভোপালে জন্মগ্রহণ করলেও তাঁর পরিবার থাকত জয়পুরে। যদিও, টিনা যখন সপ্তম শ্রেণিতে পড়তেন, তখন তাঁর পুরো পরিবার দিল্লিতে চলে আসে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর