ফলোয়ারই যোগ্যতার মাপকাঠি, রিল বানিয়ে অভিনয়ে সুযোগ! ক্ষোভ উগরে দিলেন উষসী

বাংলাহান্ট ডেস্ক: সময় এগোনোর সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া (Social Media)। কিছু কিছু ক্ষেত্রে এই মাধ্যমকে এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে যা সমস্যার সৃষ্টি করছে অনেকের ক্ষেত্রে। যেমন বর্তমানে বিনোদন জগতে সোশ্যাল মিডিয়ার একটা বড় প্রভাব রয়েছে। অভিনেতা অভিনেত্রীদের ইনস্টাগ্রাম ফলোয়ার দেখে নাকি সুযোগ দেওয়া হয় বিভিন্ন প্রোজেক্টে। এবার বিষয়টা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)।

সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় বার্তা দিয়েছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, ‘বড়বড় অভিনেতার এই নিয়ে আগেই বলেছেন – আমি ছোটখাট । তবু বলতে বাধ্য হচ্ছি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা , রিল তৈরির দক্ষতা বা ফলোয়ারের সংখ্যার সঙ্গে অভিনয় দক্ষতার যে কোনও সম্পর্ক নেই তা নির্মাতা পরিচালক বা কাস্টিং ডিরেক্টররা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল – দর্শকরাও ভাল অভিনয় দেখার সুযোগ পাবেন।’

উষসী চক্রবর্তী,সোশ্যাল মিডিয়া,ফলোয়ার,রিল ভিডিও,অভিনয়,ushasie chakraborty,social media,follower,reel video,acting,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

এরপরেই নিজের মতামত স্পষ্ট করে তিনি লিখেছেন, ‘প্লিজ আমি এরকমটা একদমই বলতে চাইছি না যে যারা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তারা সবাই খুব বাজে অভিনেতা। ব্যাপারটা তা নয়। সমাজ মাধ্যমে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের মধ্যে অনেকেই আছেন যাঁরা দুর্দান্ত অভিনেতা। কিন্তু কেবল মাত্র একজন অভিনেতার সমাজ মাধ্যমে ফলোয়ার দেখে কাস্টিং এর প্রবণতটা বন্ধ হওয়া দরকার। দুটো আলাদা মাধ্যম। একটায় ভাল মানেই অন্যটায় ভাল হবে ব্যাপারটা এরকম নয়।’

উষসী আরো লিখেছেন, ‘অভিনয়ের ট্রেনিং সম্পূর্ণ আলাদা তার প্রতিফলনও আলাদা তার ডিসিপ্লিন মেধা ডেডিকেশান এর সাথে রিল বানানোর দক্ষতার কোনও সম্পর্ক যে নেই তা বহুবার বহুভাবে বোঝা গেছে কিন্তু তাও এই প্রবণতা থামছে না। এ খুবই বিপজ্জনক ব্যাপার। এর ফলে অভিনেতা রা অভিনয় শেখার চাইতে বেশী মন দিচ্ছেন ফলোয়ার বানানো আর রিল বানানোয়। আর যাঁরা এতে বিশ্বাসী না হয়ে কেবল মন দিয়ে অভিনয় শিখছেন তারা হয়ে যাচ্ছেন ব্রাত্য। এতে কার লাভ হচ্ছে? দর্শকের ও মন ভরেছে না। এরকম হতে থাকলে একদিন কি এরকম আসবে যে লোকে অভিনয় আর দেখবেই না খালি রিলস আর ইনস্টাগ্রাম দেখবে? আমার সত্যিই ভয় লাগছে’।

উষসী জানান, তিনি নিজেও এক রকম বাধ্য হয়েই রিল ভিডিও বানান। এর থেকে বরং বই পড়তে বেশি পছন্দ করেন তিনি। তবে উষসী বলেন, ‘শ্রীময়ী’ সিরিয়ালে জুন আন্টি চরিত্রটি করার পরে তাঁর কাছে আরো অনেক সিরিয়ালেরই প্রস্তাব এসেছিল। সে সব অবশ্য কোনো না কোনো কারণবশত করা হয়ে ওঠেনি তাঁর।

কিন্তু উষসীর আক্ষেপ ওটিটি নিয়ে। এর আগেও তিনি জানিয়েছিলেন, পছন্দ মতো প্রস্তাব তিনি পাচ্ছেন না ওটিটির জন্য। পরিস্থিতি এখনো বদলায়নি। উষসীর মতে, সম্ভবত তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা কম থাকার প্রভাব পড়ছে তাঁর প্রোজেক্ট পাওয়ায়।