কাঠফাটা গরমে মিলবে স্বস্তি, এই ফ্যান চালালে কমবে ১২ ডিগ্রি তাপমাত্রা! লঞ্চ হল ভারতে

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শীত (Winter) উধাও হয়ে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সর্বত্র। মার্চ মাসের প্রথম থেকেই রোদের তীব্রতা বুঝিয়ে দিচ্ছে যে চলতি বছরে গ্রীষ্মের (Summer) চোখরাঙানি ঠিক কতটা তীব্র হতে চলেছে। এমতাবস্থায়, অনেকেই গ্রীষ্মের দাবদাহের হাত থেকে বাঁচতে এখন থেকেই বাড়িতে এসি কিংবা কুলার কেনার কথা ভাবছেন।

তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি ফ্যানের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি বাড়িতে নিয়ে এলে গরমের চিন্তা থেকে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। মূলত, Orient এবার ভারতের প্রথম ক্লাউড কুলিং ফ্যানের লঞ্চ করেছে। যেটির দাম হল ১৫,৯৯৯ টাকা। তবে Amazon থেকে এটি আরও কম দামে কেনা যাবে। এই ফ্যানটিতে ক্লাউডচিল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফলে এটি ঘরের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিতে পারে।

উল্লেখ্য যে, Orient Cloud 3 শুধুমাত্র শীতল বাতাসই দেয় না, পাশাপাশি ভারতীয় বাড়ির ডিজাইনের কথা মাথায় রেখেও এটিকে প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ, এই ফ্যান বাড়ির ইন্টারিয়রের সাথেও ভালোভাবে মানিয়ে যায়। এই ফ্যানে কিছু প্যানেল দেওয়া হয়েছে যেখান থেকে ক্লাউড নির্গত হয়। পাশাপাশি, এই ফ্যানে ৪ থেকে ৫ লিটারের একটি জলের ট্যাঙ্কও রয়েছে। যা ৮ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়।

মূলত, এই ফ্যানটিতে ইনবিল্ট ক্লাউড চেম্বার রয়েছে যা জলকে ক্লাউডে রূপান্তরিত করে তাৎক্ষণিকভাবে বাতাসকে শীতল করে। এমতাবস্থায়, ওই ফ্যানের ব্লেড শীতল বাতাসকে সারা ঘরে সঞ্চালিত করে। এছাড়াও, Orient Cloud 3 ফ্যানের অন্যান্য ফিচার্সের মধ্যে অন্যতম হল এতে সাইলেন্ট অপারেশন দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি এই ফ্যান থেকে কোনো আওয়াজ শুনতে পাবেন না। পাশাপাশি, এই ফ্যান রিমোট দ্বারাও নিয়ন্ত্রিত হয়।

orient 8073104 m

এছাড়াও, ফ্যানটিতে রয়েছে ব্রিজ মোড, যা ঘরকে আরও ঠান্ডা করতে সাহায্য করে। আপাতত Orient Cloud 3 ফ্যানটি কালো এবং সাদা রঙে লঞ্চ করা হয়েছে। এটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য Amazon-এ উপলব্ধ করা হবে। তারপর এটি নির্বাচিত কিছু রিটেল আউটলেটগুলিতে উপলব্ধ হবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর