বাংলায় টহল দিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ, গলায় গেরুয়া ফিতে- উত্তপ্ত বঙ্গ রাজনীতি

বাংলাহান্ট ডেস্কঃ আলিপুরদুয়ারের (Alipurduar) রাস্তায় উত্তরপ্রদেশ পুলিশের (up police) রুটমার্চ ঘিরে রাজনৈতিক তর্জা তুঙ্গে। এবিষয়ে রঘুনাথপুরের সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (mamata banerjee)। তারপরই আলিপুরদুয়ারের রাস্তায় উত্তরপ্রদেশ পুলিশের রুটমার্চ ঘিরে শুরু হয়েছে তৃণমূল (tmc) বিজেপি (bjp) রাজনৈতিক তর্জা।

পড়নে খাকি পোশাক এবং গলায় গেরুয়া রঙের আই কার্ড পরিহিত উত্তরপ্রদেশ পুলিশরা আলিপুরদুয়ারের ১০ কিমি রাস্তায় রুটমার্চ করে। এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গের রাজনৈতিক পরিবেশ। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ধমকাতে চকমাতে এখানে নিয়ে আসা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশকে?

bvbvygeyfg

এবিষয়ে আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তীর মন্তব্য, ‘আমি রাস্তায় একদল পুলিশ যেতে দেখালাম। দেখি তাঁরা সকলেই নন বেঙ্গলি। দেখেই তাদের বুঝতে পারলাম তাঁরা বেঙ্গল পুলিশ নন। জিজ্ঞেস করতেই তাঁরা বললেন, তাঁরা ইউপি পুলিশ। তাদের গলায় গেরুয়া রঙের আই কার্ডও ছিল। উত্তরপ্রদেশের পুলিশ এসে কি আমাদের চমকাচ্ছে? বাংলা এগুলো কখনই মেনে নেবে না’।

তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল। তিনি বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে যে রক্তাক্ত পরিবেশ তৈরি করেছিল, তারপর থেকে মানুষ ভোট সম্পর্কে ভীত হয়ে পড়েছিল। নির্বাচন কমিশনের দ্বারা যে সুরক্ষা বাহিনী এসেছেন, তাঁরা যারা সাধারণ মানুষকে ভরসা দেওয়ার জন্য  রুটমার্চ করছেন বাংলায়। কিন্তু তৃণমূল চাইছে ভোটের মুখে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনে একটা গণ্ডোগোল তৈরি করতে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর