হুলস্তুল কান্ড উত্তরাখন্ড রাজনীতিতে, হটাৎ পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত

বাংলাহান্ট ডেস্কঃ মাত্র চার মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীর আসন থেকে পদত্যাগ করলেন তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)। সেইমত উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানি মৌর্যের হাতে পদত্যাগপত্র জমাও দিলেন উত্তরাখণ্ডের (uttarakhand) মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তবে তাঁর নামে একাধিক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠায়, ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে সরিয়ে গত ১০ ই মার্চ উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হন তিরথ সিং রাওয়াত। কিন্তু মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মাত্র ১১৫ দিন। আর এইকদিনের মধ্যেই পদত্যাগ পত্র করলেন তিনি। গত কয়েকদিন ধরে দিল্লীতেই ছিলেন তিনি।

983091 tirath singh rawat

তবে মুখ্যমন্ত্রীর আসনে বসেও কম সমালোচিত হননি মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। একাধিক বিতর্ক থেকে শুরু করে, একের পর এক বেফাঁস মন্তব্য করা, যার ফলে বিপাকে পড়তে হয়েছিল বিজেপিকেও। আবার মুখ্যমন্ত্রীর আসনে বসলেও, তিরথ সিং রাওয়াত প্রকৃতপক্ষে উত্তরাখণ্ডের আইনসভার সদস্যই নন। সেই কারণে উপনির্বাচনে জয়লাভ করে নিজের আসন ধরে রাখতে হবে তাঁকে। ৪ মাস কেটে গেলেও উপনির্বাচনের আর বাকি ছিল মাত্র ২ মাস। কিন্তু বর্তমান সময়ে উপনির্বাচনের পক্ষে নয় বিজেপির শীর্ষ নেতৃত্বরা। আর এই টালমাটাল অবস্থার মধ্যেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানি মৌর্যের সঙ্গে দেখা করে তাঁর হাতে নিজের পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। তবে বর্তমান সময়ে রাওয়াত ইস্তফা দিলেও, তাঁর জায়গায় অন্য কাকে বসাতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্বরা সেবিষয়ে জোর জল্পনা কল্পনা চলছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর