উত্তরাখন্ড: উদ্ধার ১৯ টি শবদেহ, ১৭০ জন নিখোঁজ

   

উত্তরাখন্ডে হওয়া প্রাকৃতিক দুর্যোগের দরুন পুরো দেশজুড়ে হতাশার ছবি তৈরী হয়েছে। দেশবাসী একত্রে উত্তরাখন্ডের মানুষজনের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন। উদ্ধারকার্যের জন্য এখনও সেনার জওয়ানরা লাগাতার কাজ করছেন। গ্রামে গ্রামে সংযোগ ভেঙে পড়ার কারণে হেলিকপ্টারের মাধ্যমে বেশকিছু গ্রামে ফুড প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে। প্রায় ১৩ টি ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এই বিপত্তি ঘটেছে।

ITBP এর ডিআইজি অপর্ণা কুমার বলেছেন, বড়ো টানেলকে 70-80 মিটার খোলা হয়েছে। জেসিবি দ্বারা কাদা বলি পরিষ্কার করা হচ্ছে। এখানে কাল ৩০-৪০ জন কর্মী ফেঁসে ছিলেন। টানেলে আরো শবদেহ মিলতে পারে বলেও আশঙ্কা রয়ে

IMG 20210207 190934

এখনও অবধি প্রায় ১৭০ জন লোক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। কাল অবধি মৃতের সংখ্যা ১৪ ছিল, সকালে কোটেশ্বর, রুদ্রপ্রয়াগে একটা শবদেহ পাওয়া গেছে। মত মৃতের সংখ্যা ১৯ এ পৌঁছেছে।

ভয়ঙ্কর দুর্যোগের কারনে ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্প পুরোপুরি ভেঙে পড়েছে। উদ্ধারকাজে থাকা সমস্ত প্রশাসনিক কর্মীরা বিনা বিশ্রামে লাগাতার নিখোঁজ ব্যাক্তিদের খোঁজ চালাচ্ছেন। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের চামোলি জেলা থেকে ভয়াবহ প্রাকৃতিক দুর্ঘটনার খবর সামনে আসছে।

হিমবাহতে ফাটল ধরার জন্য বন্যার পরিস্থিতি উৎপন্ন হয়েছে। প্রায় ১৫০ মানুষ ভেসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গ্লেসিযার ফাটলের দরুন ধসের সৃষ্টি হয় এবং ধসের কারণে ধৌলিগঙ্গার বাঁধে ফাটল ধরে।

সম্পর্কিত খবর