উত্তরাখণ্ডের পর এবার উত্তরকাশী। হরপা বানে ধুয়ে গেল একাধিক গ্রাম।

 

বাংলা হান্ট ডেস্ক:রবিবার আচমকা  মেঘভাঙা বৃষ্টি থেকে তৈরি হল হড়পা বান। উত্তরাখণ্ডের উত্তরকাশীর একটি তহসিলে তাণ্ডব চালাল কাদামাটির স্রোত। চাপা পড়ে গেল কমপক্ষে ৩টি গ্রাম।মুরুগেশন জানিয়েছেন, উত্তরকাশীর মোরি তহসিলে ১৭ জনের মৃত্যু হয়েছে হড়পা বানে।

 

এইদিন হরপা বানে জলের তোড়ে নেমে আসে বিপুল পরিমাণ কাদা-পাথর যাতে  চাপা পড়ে গিয়েছে আরাকোট, মাকুডি ও টিকোচি গ্রামের একটি বিরাট অংশ। গ্রামগুলির সঙ্গে হিমাচল প্রদেশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  উত্তরকাশীর পুলিস সুপার পঙ্কজ ভাট জানিয়েছে অধিকাংশ বাড়ি জলের তোড়ে নীচে নেমে যাওয়ায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।বিপদসীমার ওপর দিয়ে বইছে মোরি তহসিলে টঙ্ক নদী। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উদ্ধারকাজের জন্য পাঠানো হয়েছে এনডিআরএফ, আটিবিপি ও এনডিআরএফ টিমকে।

IMG 20190819 125251

আহতদেক চিকিত্সার জন্য দুন হাসপাতালে খোলা হয়েছে একটি আপাতকালীন বিভাগ। উত্তরকাশী থেকে সেখানেই আনা হচ্ছে আহতদের।

 

আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেকথা মাথায় রেখে সোমবার উত্তরকাশীর সব স্কুলে ছুটি ঘোষণা করেছেন জেলা শাসক আশিষ চৌহান।

সম্পর্কিত খবর