সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ! বন্ধুত্ব পাতিয়ে বাংলার নাবালিকাকে বিহারে পাচারের অভিযোগ

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের এক যুবকের বিরুদ্ধে বসিরহাটের এক নাবালিকাকে বিহারে বিক্রি করার অভিযোগ উঠল। অভিযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে প্রতারণা করেছে উত্তরপ্রদেশের ওই যুবক। উত্তরপ্রদেশের বাসিন্দা শিবপ্রসাদ অবশেষে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। বসিরহাটের মাটিয়া অঞ্চলের নাবালিকা নিখোঁজ ছিল গত একমাস ধরে। এরপর পুলিশ মোবাইল ট্র্যাক করে বিহারে তার সন্ধান পায়।

অভিযোগ উঠেছে, উত্তরপ্রদেশের যুবক শিবপ্রসাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব করে বসিরহাটের মাটিয়া থানার এক নাবালিকাকে বিহারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় একটি নাচের দলের কাছে। এরপর এক মাসের চেষ্টায় নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় তদন্তকারীরা। প্রায় এক মাস আগে মাটিয়া কেদুয়া গ্রামের এক স্কুল ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করেন যে তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে মাটিয়া থানার পুলিশ।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের যুবক শিবপ্রসাদের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি হয় বসিরহাটের নবম শ্রেণীর ওই ছাত্রীর। সম্পর্কের পর ওই যুবক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। এরপর ভুল বুঝিয়ে শিবপ্রসাদ নাবালিকাটিকে বিহারে একটি নাচের দলের কাছে বিক্রি করে দেয়। অভিযোগ ওই নাবালিকাকে জোর করে আটকে রেখে নাচের দলের কাজেও লাগানো হয়।Arrested 1

সূত্র মারফত খবর পেয়ে বিহারের ভোরে থানার সাথে যোগাযোগ করে মাটিয়া থানার পুলিশ। এরপর যৌথ অভিযানে গোপালগঞ্জের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শিবপ্রসাদকে। শিবপ্রসাদকে গ্রেফতারের পরই উদ্ধার করা হয় ছাত্রীটিকে। রবিবার বসিরহাট আদালতে তোলা হয় শিবপ্রসাদকে। আপাতত অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর