আজই অবসর নেবেন প্রধান বিচারপতি ইউইউ ললিত! শেষ দিনেও রায় দেবেন ৬টি গুরুত্বপূর্ণ মামলার

বাংলাহান্ট ডেস্ক : ৮ই নভেম্বর জন্মদিন তাঁর। এবছরই পূর্ণ করছেন ৬৫ বছর। সংবিধান অনুসারে তাই পদ থেকে সরতে হবে তাঁকে। তিনি ভারতের প্রধান বিচারপতি (CJI) ইউইউ ললিত (U U Lalit)। রাষ্ট্রপতি পদে থাকার সর্বোচ্চ বয়স সীমা হল ৬৫ বছর। আগামীকাল গুরু নানক জয়ন্তী থাকায় ছুটি থাকবে আদালতে। বন্ধ থাকবে কর্মকান্ড। আর তাই আজই পদ থেকে অবসর নিতে হবে বিচারপতি ললিলতকে।

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আজ দুপুর ২টো নাগাদ সেরেমনিয়াল বেঞ্চের কার্যকলাপ শুরু হবে। এই অনুষ্ঠানে আগামী দিনের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীও উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, ভারতের এই সেরেমনিয়াল বেঞ্চে প্রধান বিচারপতির অবসরের ব্যাপার দেখা হয়। এই বেঞ্চে বর্তমাব প্রধান বিচারপতি এবং আগামী বিচারপতি সদস্য হিসাবে অংশ নেন।

আজই প্রধান বিচার ইউইউ ললিতের কার্যকালের শেষ দিন। আর আজই ৬টি গুরুত্বপূর্ণ মামলার রায় দেবেন তিনি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হল ইকোনমিক উইকার সেকশন বা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের সাংবিধানিক ভাবে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার বিষয়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করা হয় সুপ্রিম কোর্টে। অপর একটি মামলা যুক্ত রয়েছে আম্রপালী আবাস যোজনার সঙ্গে। এই যোজনায় ফ্ল্যাট বা টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দেবে সুপ্রিম কোর্ট। এই দুটি বাদ দিয়ে রয়েছে আরও ৪টি মামলা।
প্রধান বিচারপতি (Chief Justice) হিসেবে কাজ শুরুর প্রথম দিনেই রেকর্ড গড়েছিলেন বিচারপতি ললিত। ওই দিনে মোট পাঁচশোর কাছাকাছি মামলার নিষ্পত্তি হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। দেশের প্রধান বিচারপতি হিসেবে কার্যভার গ্রহণ করেই মামলা নিষ্পত্তিতে গতি বাড়ান উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit)। চার দিনে ১ হাজার ২৯৩ টি মামলার নিষ্পত্তি হয়।

গত ২৭ আগাস্ট দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি ইউ ইউ ললিত। বিচারপতি ইউইউ ললিতের পরিবার চার প্রজন্ম ধরে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত। বিচারপতি ললিতের দাদা রঙ্গনাথ ললিত স্বাধীনতার আগে সোলাপুরে আইনজীবী ছিলেন। বিচারপতি ইউ ইউ ললিতের ৯০ বছর বয়সী বাবা উমেশ রঙ্গনাথ ললিতও একজন পেশাদার আইনজীবী। পরে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিচারপতি ললিতের দুই ছেলে হর্ষদ ও শ্রেয়শ, যারা বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। যদিও পরে শ্রেয়শ আইনের দিকেই তার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর স্ত্রী রাভিনাও একজন আইনজীবী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর