প্রশিক্ষণ ছাড়াই এক মহিলাকে টিকা দান! বিতর্কে জড়ালেন আসানসোলের তৃণমূল নেত্রী

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে যখন গোটা বাংলা জুড়ে ভুয়ো ভ্যাকসিন (vaccine) কাণ্ডে আতঙ্কে রয়েছেন মানুষজন, সেইসময় এক মহিলাকে ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়ালেন আসানসোল (asansol) পৌর প্রশাসক বোর্ডের সদস্য তাবাসুম আরা। তিনি কোন সময় চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন কিনা, কিংবা নার্স বা স্বাস্থ্যকর্মী হিসেবে আদৌও কাজ করেছিলেন কিনা সেবিষয়ে কোন তথ্য নেই কারো কাছে।

ঘটনাটা পশ্চিম বর্ধমান জেলার কুলটির (Kulti) সীতারামপুর চবকা এলাকার। সেখানে আসানসোল পুরসভা ও দুর্বার-এর উদ্যোগ এক ভ্যাকসিন সেন্টার খোলা হয়েছিল। যেখানে এক মহিলাকে ভ্যাকসিন দিয়েই বিতর্কে জড়িয়েছেন তাবাসুম আরা। অভিযোগ উঠেছে, কোনরকম প্রশিক্ষণ ছাড়াই তিনি এই কাজ করেছেন। আর যা নিয়েই হইচই পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে।

bengal elections covid vaccination of polling officials to begin on feb 22

এবিষয়ে তৃণমূল (tmc) নেত্রী তাবাসুম আরা জানিয়েছেন, ‘আসানসোল পুরসভার উদ্যোগে আসানসোলের নিয়ামতপুরে যে ভ্যাকসিন সেন্টারের আয়োজন করা হয়েছিল, সেখান থেকে আমি নিমন্ত্রণ পেয়েছিলাম। তবে সেখানে আমি কাউকে টিকা দিইনি। ভ্যাকসিন নিয়ে হওয়া অপপ্রচারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে, শুধুমাত্র হাতে সিরিঞ্জ নিয়েছিলাম। তবে আমি ইঞ্জেকশন দেওয়ার প্রশিক্ষণও নিয়েছিলাম স্কুলে পড়াকালীন’।

তবে একটি ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, এক মহিলাকে ভ্যাকসিন দিচ্ছেন তৃণমূল নেত্রী তাবাসুম আরা। আর এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে গেছে সর্বত্রই। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। অন্যদিকে আসানসোল পুরনিগমের প্রশাসক বোর্ডের প্রধান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এভাবে প্রশিক্ষণ ছাড়া কাউকে টিকা দিতে পারেন না তাবাসুম আরা’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর