দেখলে হবে খরচা আছে! ভিকি-ক‍্যাটরিনার বিয়েতে নিমন্ত্রণ পেতে একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপল অতিথিদের ঘাড়ে

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের সবথেকে হেভিওয়েট বিয়ে। তার পেছনে পরিশ্রম থাকবে না তা কি হয়? কথা হচ্ছে ক‍্যাটরিনা কাইফ (katrina kaif) ও ভিকি কৌশলের (vicky kaushal) আসন্ন বিয়ের ব‍্যাপারে। এখনো পর্যন্ত সম্ভাব‍্য অসম্ভাব‍্য অনেক রকম তথ‍্যই ফাঁস হয়েছে এই বহু প্রতীক্ষিত বিয়ে নিয়ে। শোনা গিয়েছে রাজস্থানে জয়পুরে বসছে বিয়ের আসর। ফাঁস হয়ে গিয়েছে আমন্ত্রিতদের তালিকাও।

কিন্তু সেই সঙ্গে আমন্ত্রিতদের জন‍্য থাকছে বেশ কিছু নিষেধাজ্ঞাও। ‘ভিক‍্যাট’ এর বিয়ের খুঁটিনাটি তথ‍্য জানতে উদগ্রীব হয়ে রয়েছেন সকলে। আর সেগুলো যাতে জনসমক্ষে ফাঁস না হয়ে যায় তার জন‍্যই তৈরি হয়েছে এক বড় লিস্টি, যা ধরিয়ে দেওয়া হয়েছে আমন্ত্রিত দের হাতে। কী কী বারণ আছে সেই তালিকায়?

most iconic dialogues of katrina kaifs movies
বিয়ের নিমন্ত্রণের কথা ফাঁস করা যাবে না‌, ছবি তোলা যাবে না, ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না, বিয়ের লোকেশন সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না, একবার বিয়ের ভেন‍্যুতে ঢুকে গেলে বাইরের জগতের সঙ্গে কোনো রকম যোগাযোগই করা যাবে না, যারা বিয়ের প্রস্তুতির দায়িত্বে রয়েছেন তাদের অনুমতি ছাড়া কোনো ছবি ফাঁস করা যাবে না, কোনো রিল বা ভিডিও বিয়ের ভেন‍্যুতে বানানো যাবে না।

এতকিছু তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে ওমিক্রনের আতঙ্ক, যার জেরে আমন্ত্রিতদের তালিকায় অনেকটাই কাটছাঁট করতে বাধ‍্য হয়েছে ভিকি ক‍্যাটরিনা। ভিক‍্যাটের ঘনিষ্ঠ এক সূত্রের খবর, আগে নিজেদের সমস্ত সহ অভিনেতা অভিনেত্রী ও পরিচালক বন্ধুদের আমন্ত্রণ পাঠানোর কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন করে লিস্টি তৈরি করতে বসেছেন ক‍্যাটরিনা ভিকি। ক‍্যাটরিনার কিছু অতিথিরা আবার বিদেশ থেকে আসবেন বলে খবর রয়েছে।

893326 katrina vicky
আমন্ত্রিতদের যে তালিকা সংবাদ মাধ‍্যম সূত্রে প্রকাশ‍্যে এসেছে তার মধ‍্যে রয়েছে করন জোহর, আলি আব্বাস জাফর, রোহিত শেট্টি, কবীর খান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী, বরুণ ধাওয়ান, নাতাশা দালালের মতো নাম। এছাড়া ভিকি ক‍্যাটরিনার পরিবারের সদস‍্যরা তো রয়েছেনই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর