করোনার দোসর ডেঙ্গু, ওমিক্রন সারতে না সারতেই আবারো অসুস্থ ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: করোনা (Corona) যেন পিছুই ছাড়ছে না টলিপাড়ার। তৃতীয় ঢেউয়ের শুরুতে একের পর এক তারকার ভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। গত ১৩ ফেব্রুয়ারি জানা যায়, প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায় (Victor Banerjee) আক্রান্ত হয়েছেন ওমিক্রনে। সামান‍্য সুস্থ হতে না হতে ফের করোনা থাবা বসালো ভিক্টরের শরীরে।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, এবার করোনার পাশাপাশি ডেঙ্গুও ধরা পড়েছে বর্ষীয়ান অভিনেতার। গত দুদিন ধরে অসুস্থ তিনি। জ্বরটাও বেশি গতবারের চেয়ে। তবে তিনি বাড়িতেই আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। আগের থেকে স্থিতিশীলও রয়েছে অভিনেতার শারীরিক পরিস্থিতি।

victor banerjee RBN 800x445 1
উল্লেখ‍্য, গত ১৩ ফেব্রুয়ারি ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়ের ওমিক্রন আক্রান্ত হওয়ার খবর মেলে। তবে তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি তেমন গুরুতর নয়। বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছিল তাঁকে। সে সময়ে অভিনেতাকে সত‍্যজিৎ রায়ের নামাঙ্কিত জীবনকৃতি সম্মান প্রদান করার কথা ঘোষনা করা হয়েছিল ডব্লিউবিএফজেএ এর তরফে। কিন্তু তিনি অসুস্থ থাকায় তারিখ বদলে দেওয়া হয় ২৮ ফেব্রুয়ারি।

এছাড়াও গত মাসে পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকাতেও ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়ের নাম ঘোষনা করা হয়। পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ দেওয়া হয়েছে তাঁকে। ৭৫ বছর বয়সী ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায় ভারতীয় ও আন্তর্জাতিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

সত‍্যজিৎ রায়ের ঘরে বাইরে, শতরঞ্জ কি খিলাড়ি, ডেভিড লিনের প্রযোজনায় এ প‍্যাসেজ টু ইন্ডিয়া, রোমান পোলানস্কির বিটার মুনের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ঘরে বাইরের জন‍্য জাতীয় পুরস্কারও পেয়েছেন ভিক্টর। এছাড়াও বহুদিন পর ‘আকরিক’ ছবির হাত ধরে টলিউডে ফিরছেন তিনি।ছবির গল্প অনুযায়ী, সিঙ্গল মাদার ঋতুপর্ণার ছেলের সঙ্গে সাক্ষাৎ হয় যৌথ পরিবারের এক বৃদ্ধের। এই ভূমিকায় অভিনয় করছেন ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন অনুরাধা রায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর