প্রকাশ্যে এল ঝড়ের কবলে পড়া অন্ডালগামী বিমানের ভিতরের দৃশ্য, হাড়হিম করে দেবে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : রবিবার ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় মুম্বাই থেকে ভায়া অণ্ডাল কলকাতা গামী একটি বিমান। স্পাইস জেট সংস্থার বিমানটির মুম্বাই থেকে বিকেল ৪ টে ৫৭ মিনিটে যাত্রা শুরু করে সন্ধ্যে ৭ টা ২৭ মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু অবতরণের খানিকক্ষণ আগেই শুরু হয় প্রবল কালবৈশাখী। সেই ঝড়ের কবলে পড়েই টালমাটাল অবস্থা শুরু হয় বিমানটিতে। শুরু হয় প্রবল টার্বুলেন্স। বিমানের পাইলট কোনও ভাবে পরিস্থিতি সামাল দিলেও ওই ঝাঁকুনিতে আহত হন বেশ কয়েকজন যাত্রী। ওই বিমানে থাকা ১৮৫ জন যাত্রীর মধ্যে আহত হন ৪০ জন যাত্রী। যাঁদের মধ্যে ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক মহিলার মাথায় গুরুতর আঘাত লাগায় দুর্গাপুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

এবার সামনে এল সেই দুর্ঘটনার পর বিমানের ভিতরের ছবি। প্রকাশ্যে আসা সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিমানটির ভিতরের তছনছ হয়ে যাওয়া অবস্থা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। হ্যান্ড ব্যাগেজ ক্যাবিনেটের ঢাকনা খুলে মেঝেতে পড়ে রয়েছে একাধিক ব্যাগ। চারিদিকে ঝুলছে তার, এয়ার কন্ডিশন মেশিনের ভাঙাচোরা অংশ। চাপ চাপ আতঙ্কের ছবি পুরো বিমান জুড়ে।

একদিক থেকে অন্যদিকে উদ্ভ্রান্তের মতন ছোটাছুটি করছেন এক বিমানসেবিকা। প্রবল আতঙ্কগ্রস্ত হয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলতেও শোনা যায় যাত্রীদের। এই দুর্ঘটনায় কারও হাত ভেঙেছে, কারও মা মাথা ফেটে গিয়েছে।

ঘটনাটি সম্পর্কে বিমানের এক যাত্রী জানান, ‘বিমানটি যখন নীচে নামছিল তখন তিনবার ভয়াবহ রকমের ঝাঁকুনি হয়। কোনও গাড়ি মারাত্মক ভাবে ডাম্পারে ধাক্কা মারলে যেরকম হতে পারে সেরকম। ঝাঁকুনি এতটাই ভয়ঙ্কর ছিল যে সিটবেল্ট পরে ছিলাম, কিন্তু ছিঁড়ে বেরিয়ে যায় তা।’ পায়ে মারাত্মক চোট লেগেছে বলে জানিয়েছেন ওই যাত্রী। যদিও ঘটনাটি প্রসঙ্গে এখনও মুখ খোলেনি বিমান সংস্থা। প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজটি দেখে কার্যতই শিউরে উঠেছেন নেটিজেনরা।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর