একটা আস্ত হরিণকে খেয়ে ফেলল অজগর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও গুলো সব সময় এমন এক একটা অবাক করা বিষয় দেখায় যা দেখে মনে হবে যে এ এরকমও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে অনেক ভিডিও একেবারেই অবিশ্বাস্য মনে হয়।

এর মধ্য একটি সাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি গত বছরের, তবে আইএফএস কর্মকর্তা পারভীন কাসওয়ান দু’দিন আগে নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তাই এই ভিডিও ব্যাপক জনপ্রিয় হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সাপটা একটি হরিণকে খুব নির্মমভাবে গ্রাস করেছে ।  উত্তর প্রদেশের দুধওয়া জাতীয় উদ্যানেই এই সাপটি হরিণতাকে গিলে খায় তখনি এই ভিডিও করা হয়।

আর এই সাপ অন্য সাপের তুলনায় অনেকটাই হিংস্র হয়। আর   এই সাপ গুলোর বিশেষত্ব হলো এদের চোয়ালগুলির আকার এমন যে তারা সহজেই তাদের শিকারটিকে পুরোপুরি গ্রাস করে। আর তাদের টুটি চেপে দম বন্ধ করে দেয় তারপরে আস্তে আস্তে গিলে খায়। বার্মিজ অজগর পৃথিবীর বৃহত্তম সাপগুলির মধ্যে একটি।গত বছর দুধওয়া জাতীয় উদ্যানে এই ভিডিওটি শ্যুট করেছেন ওয়াইল্ডল্যান্স ইন্ডিয়া।তারপরে আবার এই ভিডিও

কাসওয়ান শেয়ার করে। আর এর মধ্যেই শেয়ার করার সংখ্যা ছারিয়েছে প্রায় বাইশ হাজার। আর সবাই এই ভিডিও দেখে বেশি শিহরিত হচ্ছে কারণ, এই ভিডিওতে দেখা যাবে যে কীভাবে বার্মিজ অজগর একটি হরিণ ধরে ধরে তা গ্রাস করছে। আর এখনও এই ভিডিও অনেক লাইক পাচ্ছে আর শেয়ার হচ্চ্যে আশা করা যায় এটি একটা নতুন মাইল ফলক গড়বে। কারণ এতো লাইক পেলে টা জনপ্রিয় হবেই।

সম্পর্কিত খবর