কোচবিহারে কেন এত হিংসা? জাতীয় নির্বাচন কমিশন থেকে এল ফোন, অবিলম্বে পদক্ষেপ গ্রহণের নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ শুরু মহারণ। দেশজুড়ে আজ প্রথম দফার ভোট (Loksabha Vote 2024)। আর শুরুর দিনই সকাল থেকে উত্তপ্ত কোচবিহার (Coochbehar)। আজ সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট। এদিকে গতকাল রাত থেকেই উত্তপ্ত কোচবিহারের একাধিক এলাকা। কোথাও মারধর, কোথাও পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ, কোথাও আক্রান্ত ভোটার, কোথাও রাজনৈতিক সংঘর্ষে চড়ছে উত্তাপ। গণতন্ত্রের উৎসবেও চারিদিকে আতঙ্ক। আর এসবের মাঝেই এবার কোচবিহারের দিকে বাড়তি নজর নির্বাচন কমিশনের।

কোচবিহারে কেন এত হিংসা? জানতে এবার দিল্লি থেকে এল ফোন। সূত্রের খবর, ইতিমধ্যেই সিইও দফতরের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করে রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের (National Election Commission)। সাতসকালেই কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi) বিজেপির পোলিং এজেন্টকে (BJP polling agent) অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের দিকে।

শীতলকুচিতে শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের ২২১ নং বুথের পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। শীতলকুচিরই ছোট শালবাড়ি অঞ্চলে এক ভোটারকে মেরে চোখে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পরিবারের সঙ্গে ভোট দিতে গিয়ে আক্রান্ত সাধারণ ভোটার। কোথাও তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

মাথাভাঙ্গার একটি বুথে কোনও দলের এজেন্টকেই ঢুকতে না দেওয়ার অভিযোগ সামনে এসেছে। কোথাও চলেছে বাড়ি ভাঙচুর কোথাও বোমাবাজি। কোথাও বিজেপি কর্মীকে হাঁসুয়া দিয়ে কোপ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। দিনহাটা (Dinhata) ভিলেজ ২-তে খোদ বিজেপি নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা (Bomb)। এছাড়াও গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছে।

আগেই কোচবিহারকে স্পষ্টকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আজ কোচবিহারে ভোটের জন্য সবথেকে বেশি ১১২ কোম্পানি ফোর্স আনা হয়েছে। এর পাশাপাশি ৪,৫২০ জন রাজ্য পুলিশও রাখা হয়েছে। কোচবিহারে ৪৭টি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। তারপরও কেন এত হিংসা, অভিযোগ? এই নিয়েই রিপোর্ট তলব কমিশনের।

loksabha vote f

আরও পড়ুন: ভোট দিতে গিয়ে আক্রান্ত! শীতলকুচিতে পাথর মেরে যুবকের চোখ ফাটিয়ে দিল তৃণমূল

১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং এবং প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার পরেও কেন হিংসার ঘটনা? জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ফোন করে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। পাশাপাশি অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর