পাগড়িতে ঢাকা অর্ধেক মুখ, চশমায় নেই কাঁচ, ভাইরাল ছবিতে মানুষটি কে অমিতাভ বচ্চন?

বাংলাহান্ট ডেস্ক: খ‍্যাতনামা তারকাদের মতো দেখতে মানুষের অভাব নেই। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) এক ‘যমজ’ এর ছবি এই কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। তবে এবারে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যা দেখে হকচকিয়ে গিয়েছেন নেটিজেনরা। কোনটা আসল আর কোনটা নকল সেটাই বুঝে উঠতে পারছেন না কেউ।

ঘিয়ে রঙা পাগড়িতে মাথা থেকে শুরু করে ঢাকা অর্ধেকটা মুখ। কালো ফ্রেমের চশমার একটা কাঁচ নেই। অন‍্য কাঁচের আড়ালে ঘোলাটে চোখ। মুখের যেটুকু অংশ দৃশ‍্যমান তাতে ভর্তি পাকা দাড়ি। ছবিটা এক ঝলক দেখেই চমকে উঠেছেন নেটনাগরিকরা। কে ইনি?

877654 amitabh bachchan kaun banega crorepati contestant love story
নেটদুনিয়া বলছে, ছবির মানুষটির পরিচয় তিনি একজন আফগান শরণার্থী (Afgan Refugee), নাম শাবাজ। বিশ্বখ‍্যাত ফটোগ্রাফার স্টিভ ম‍্যাককারি তুলেছেন ছবিটি, যা নিয়ে এখন তোলপাড় পড়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। আফগান শরণার্থীর সঙ্গে বলিউডের বিগ বির চাঞ্চল‍্যকর মিল খুঁজে পেয়ে হতবাক নেটিজেনরা।

২০১৮ সালে এই ছবিটি একবার ভাইরাল হয়েছিল। পাকিস্তানে আশ্রয় নেওয়া ওই আফগান শরণার্থীর ছবি তুলেছিলেন জনপ্রিয় ফটোগ্রাফার। সোশ‍্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়তেই ভাইরাল। অনেকে প্রথমটা বুঝতে না পেরে প্রশ্ন করেছেন, এটা কি অমিতাভের নতুন কোনো ছবির লুক? বিগ বি নিজে এই ছবি দেখেছেন কিনা তা অবশ‍্য এখনো জানা যায় নি।

https://www.instagram.com/p/CfCHGDzOFge/?igshid=YmMyMTA2M2Y=

এর আগেও অমিতাভের এক ‘যমজ’ এর ছবি ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। ওই ভাইরাল ব‍্যক্তির নাম শশীকান্ত পেড়ওয়াল (Shashikant Pedwal)। তিনি পুনের বাসিন্দা, পেশায় একজন অধ‍্যাপক। কিন্তু গোমড়ামুখো অধ‍্যাপক তিনি নন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি একবার ঘুরে এলেই তা বুঝতে পারবেন।

রিল ভিডিওতে ভরা তাঁর সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্ট। একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছে জগিংয়ের পোশাক পরে পার্কে হাঁটছেন অধ‍্যাপক শশীকান্ত। যদিও এক ঝলকে তাঁকে দেখে সিংহভাগ মানুষ বিগ বি বলেই ভুল করেছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর