ভারতের জয়ে উচ্ছসিত হয়ে টিভি স্ক্রীনে হার্দিককে চুম্বন আফগান ভক্তের! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে রোহিত শর্মার ভারত। আর এই জয়ের পর তার উদযাপন শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ ছিল না, সুদূর আফগানিস্তানেও ধুমধাম করে ভারতের জয় উদযাপন করা হয়েছিল। ভারতের কাছে হাড্ডাহাড্ডি ম্যাচে হারের পর পাকিস্তানের জনগণ যখন হতাশায় টিভি ভাঙচুরে ব্যস্ত ছিলেন তখন ভারতের মতোই আফগানিস্তানেও পালিত হচ্ছিল অকাল দীপাবলি।

তারই মাঝে আফগানিস্তানের এক ক্রিকেটপ্রেমীর উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এই আফগান ক্রিকেটভক্ত ভারতের জয়ে অত্যন্ত উত্তেজিত। তাকে নিয়ে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে ঘরে কিছু লোক বসে টিভিতে এশিয়া কাপে ভারতের জয় দেখে আনন্দ করছেন। এরপর ওই ব্যক্তি খুশি হয়ে টিভির দিকে দৌড়ে আসেন এবং পর্দায় থাকা ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়াকে চুম্বন করেন। এই দৃশ্য দেখে ঘরের বাকি লোকজনও মজা পেয়ে হেসে ওঠে।

কাল ভারতের হয়ে অসাধারণ বোলিং করে ভুবনেশ্বর কুমার (৪/২৬) ও হার্দিক পান্ডিয়া (৩/১৮) পাকিস্তানকে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট করে দেন।  ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে কালই টি-টোয়েন্টি অভিষেক করা নাসিম শাহের ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন লোকেশ রাহুল। সেই ওভারেই ক্যাচ পড়ে বিরাট কোহলির। সেই সময় পাকিস্তানি বোলারদের সামনে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিলেন রোহিত শর্মা ও কোহলি। বিরাট কোহলি আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করলেও রোহিত শর্মা অতিরিক্ত বল খেলছিলেন। তাই চাপে পড়ে মহম্মদ নওয়াজের ওভারে একটি ছক্কা আসার পরও অতিরিক্ত আগ্রাসী হয়ে আবারো ছয় মারতে গিয়ে আউট হন ভারতীয় অধিনায়ক রোহিত (১৮ বলে ১২)। বিরাট কোহলিকে দেখে মনে হচ্ছিল তিনি আবার সেই পুরনো ছন্দে ফিরে এসেছেন। ঔদ্ধত্যের সাথে পাকিস্তানের পেসারদের বলে পুল, কাট মারছিলেন তিনি। কিন্তু তিনিও দশম ওভারে নওয়াজের বলে অপ্রয়োজনীয় ভাবে আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন। ভারত তখন ৫৩ রানে হারিয়ে ফেলেছে ৩ উইকেট। কোহলি আউট হয়েছেন ৩৪ বলে ৩৫ রান করে।

<span;>এরপর ধীরে ধীরে ইনিংস কে এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্যকুমার যাদব এবং রবীন্দ্র জাদেজা। রোহিত আউট হওয়ার পর জাদেজাকে পাঠানো হয়েছিল রানের গতি বাড়ানোর জন্য। কিন্তু পরিস্থিতির কারণে তাঁকে পুরো অন্য ভূমিকায় পারফরম্যান্স করতে হচ্ছিল। সূর্যকুমার যাদব ১৮ রান করে নাসিম শাহের বলে আউট হওয়ার পর ভারতের ওপর চাপ আরও বাড়তে থাকে। কিন্তু এই সময়ে মাঠে নেমে জাদেজার সাথে মিলে ভারতের ওপর থেকে চাপ কমানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন হার্দিক পান্ডিয়া।

পায়ের পেশিতে টান নিয়েও দুর্দান্ত বোলিং করতে থাকা নাসিম শাহের (২/২৭) শেষ ওভারে জাদেজা ১০ রান করার পর পরের ওভারে অভিজ্ঞ হ্যারিস রাউফের ওভারে তিনটি বাউন্ডারি মারেন হার্দিক। ম্যাচ ওখানেই শেষ হয়ে গিয়েছিল কারণ জয়ের জন্য ভারতকে শেষ ৬ বলে করতে হতো ৭ রান। কিন্তু ওভারের প্রথম বলেই জাদেজা বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। নবাগত দীনেশ কার্তিক প্রথম বলে ১ রান নিয়ে হার্দিককে স্ট্রাইক দেন। ওভারের তৃতীয় বলে কোন রান না পেলেও চতুর্থ বলে ছক্কা মেরে ২ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন হার্দিক।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর