“CBI-র কথা শুনে শ্বাসকষ্ট বেড়েছে, দাদা ভর্তি হয়েছে” কেষ্টকে নিয়ে গান বাঁধলেন BJP বিধায়ক! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: গরুপাচার কাণ্ডে বুধবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যাওয়ার কথা ছিল তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডলের। কিন্তু, চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান তিনি। এমনকি, ইতিমধ্যেই একাধিক শারীরিক পরীক্ষা পর অনুব্রত মণ্ডলকে ভরতিও করে নেন চিকিৎসকরা। আপাতত হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে চিকিৎসা চলছে তাঁর।

যদিও, এর আগেও গরুপাচার কাণ্ডে অনুব্রতকে একাধিকবার তলব করে সিবিআই। তখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতাল যান অনুব্রত। এদিকে, এবারেও একই ঘটনা ঘটায় জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। এমনকি, এই ঘটনায় এবার গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।

গরুপাচার কাণ্ডে সিবিআই তলবকে ঘিরে অনুব্রতের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাকে রীতিমত কটাক্ষ করেই গানের বিষয়বস্তু তৈরি করে ফেলা হয়েছে। সহযোগী বিধায়কদের নিয়ে সুরের মাধ্যমেই গানে বলা হয়েছে “CBI-র কথা শুনে শ্বাসকষ্ট বেড়েছে, দাদা (অনুব্রত মন্ডল) ভর্তি হয়েছে”। এছাড়াও, ওই গানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে সাহায্য করছেন বলেও তোপ দাগা হয়।

ইতিমধ্যেই নেটমাধ্যমে এই গানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার নিজে গানটি গেয়ে শোনাচ্ছেন এবং তাঁর সাথে উপস্থিত সকলেই গলা মিলিয়েছেন গানটিতে। ক্রমশ দর্শকসংখ্যা বাড়ছে ভিডিওটিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধেয় কলকাতায় পৌঁছন অনুব্রত মণ্ডল। চিনার পার্কের ফ্ল্যাটে রাত কাটান তিনি। এদিকে, অনুব্রতের কলকাতা আগমনের জেরে মনে করা হয়েছিল যে তিনি হয়ত নিজাম প্যালেসে যেতে পারেন। কিন্তু, পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরাসরি এসএসকেএম পৌঁছন অনুব্রত মন্ডল।

gang rape 1

জানা গিয়েছে তাঁর হার্টে সামান্য ত্রুটি রয়েছে। লিভারের সমস্যাও ফের মাথাচাড়া দিয়েছে। বুক ধড়পড়ানি, বুকে ব্যথার মতো সমস্যাগুলির জন্যও হয়েছে টেস্ট। ডা. দিলীপ পাল, ডা. সৌমিত্র ঘোষ-সহ মেডিক্যাল টিমের সদস্যরা মিলে অনুব্রতর ইসিজি, এক্স-রে এবং রক্তের একাধিক পরীক্ষা সম্পন্ন করেছেন। এদিন অনুব্রতর শারীরিক অবস্থার বিষয়ে অবগত করতে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান তাঁর দুই আইনজীবী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর