গ্লাস থেকে মদ খাচ্ছে শালিক পাখি! বাধা দিলে হচ্ছে রাগও, ভাইরাল ভিডিও দেখে অবাক সকলে

বাংলা হান্ট ডেস্ক: বহুযুগ ধরেই সুরাপান মানুষের কাছে এক অভ্যাসে পরিণত হয়েছে। যত দিন যাচ্ছে তত মানুষ আসক্ত হয়ে পড়ছে এর প্রতি। তবে, মদ্যপানের প্রতি মানুষের ঝোঁক পরিলক্ষিত হলেও কখনও দেখেছেন যে মদের নেশায় বুঁদ হয়েছে কোনো পাখি? হ্যাঁ প্রথমে শুনতে এক্কেবারে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হতেই পারে। কিন্তু, সম্প্রতি ঠিক এইরকমই এক কাণ্ডের দৃশ্য সামনে এসেছে।

আর সেটা দেখেই নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না কেউই। এমনকি, পাখির মদ খাওয়ার ঘটনা প্রসঙ্গে একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। যা রীতিমত কাঁপিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। একটি পাখিও যে সুরার নেশায় কাবু হয়ে যেতে পারে তা স্পষ্টভাবে দেখা গিয়েছে ভিডিওটিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানেই সেখানে দিনের একটা বড় সময়ে কাটাতে ভালোবাসেন নেটিজেনরা। শুধু তাই নয়, সেখানে পাওয়া যায় বিভিন্ন বিষয়ের ভাইরাল হওয়া ভিডিওগুলিও। আর এগুলিকে দেখেই নিজেদের মনোরঞ্জনের রসদ পেয়ে যান ব্যবহারকারীরা। তবে, বিভিন্ন কন্টেন্টের ভিডিও থাকলেও তার মধ্যে পশু-পাখি সংক্রান্ত ভিডিওগুলি আকৃষ্ট করে সবাইকে।

যে কারণে এই ধরণের কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই তা কার্যত ঝড়ের বেগে ভাইরাল হয়ে পৌঁছে যায় সকলের কাছেই। আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি টেবিলে একটি মদের বোতল এবং গ্লাস রাখা রয়েছে। গ্লাসটি অবশ্য ভর্তি রয়েছে মদে। পাশে একজন ব্যক্তিকে বসে থাকতেও দেখা গিয়েছে।

এতদূর সব ঠিক থাকলেও তার পরে যে ঘটনাটি ঘটেছে তা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে সকলের। দেখা গিয়েছে যে, সেখানে থাকা এক পাখি অবলীলায় তার চঞ্চু দিয়ে মদ ভর্তি গ্লাসে ঠোঁট ডোবাচ্ছে। বারংবার এইভাবে সে স্বাদ নিচ্ছে গ্লাসটি থেকে। এদিকে, যখনই ভিডিওতে থাকা ব্যক্তিটি ওই গ্লাসটির দিকে হাত বাড়াতে যাচ্ছেন, তখনই রীতিমত রেগে উঠছে শালিক জাতীয় ওই পাখিটি। এমনকি, তাঁকে ঠোক্করও মারতে যায় সেই পাখি। বেশ কয়েকবার এই ঘটনাটি ঘটে।

আর এই ভিডিওটিই বর্তমানে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। একটা পাখির এহেন “নেশা” দেখে অবাক হয়েছেন সকলেই। ইতিমধ্যেই লাফিয়ে লাফিয়ে দর্শকসংখ্যা বাড়ছে ভিডিওটিতে। পাশাপাশি, নেটিজেনরাও এই অদ্ভুত ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর