লাদাখে মন্দির তৈরিতে বাধা! প্রতিবাদে মৌলবাদীদের বিরুদ্ধে পথে নামল হাজার হাজার বৌদ্ধ

বাংলা হান্ট ডেস্কঃ সাধারণত বৌদ্ধ ধর্মের মানুষদের বেশ শান্তিপ্রিয় সম্প্রদায় হিসেবেই গণ্য করা হয়। এক্ষেত্রে গৌতম বুদ্ধের নির্দেশিত সকল বাণী মেনে চলা বৌদ্ধ ধর্মালম্বী লোকেদের চট করে আন্দোলন কিংবা বিক্ষোভে সামিল হতে দেখা যায় না। তবে সম্প্রতি বৌদ্ধ মন্দির তৈরি করাকে কেন্দ্র করে সেই অদেখা দৃশ্যেরই সাক্ষী থাকলো সকল দেশবাসী।

বর্তমানে জম্মু ও কাশ্মীরের অন্তর্গত লাদাখ এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে আন্দোলনে নামতে দেখা গেল বৌদ্ধদের। নেপথ্যে কি কারণ?

জানা গিয়েছে, 1961 সাল থেকেই কার্গিল এলাকায় বৌদ্ধ মন্দির তৈরি করা নিয়ে বিরোধ বেঁধেছে মুসলিম সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের মধ্যে। একদিকে যেমন বৌদ্ধরা তাদের পবিত্র ধর্মীয় স্থান তৈরি করার জন্য তৎপর রয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মুসলিমরা তাদের সেই কাজে ক্রমশ বাধা দিয়ে চলেছে। তাদের দাবি, “এলাকায় বৌদ্ধদের মন্দির তৈরি করা হলে তা পরবর্তীকালে বিরোধের সৃষ্টি করবে।”

তবে বর্তমানে এই প্রসঙ্গে সরব হয়ে উঠেছে সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা এবং তারা লেহ থেকে কার্গিল পর্যন্ত একটি বিক্ষোভ যাত্রারও সূচনা করেছে, যেখানে প্রায় এক হাজারের উপর মানুষ অংশগ্রহণ করতে চলেছে বলে খবর। বৌদ্ধদের দ্বারা এই বিক্ষোভ প্রদর্শন শুরু হওয়ার পরই আসরে নামে কট্টরপন্থীরা।

জেলা প্রশাসনকে চিঠি দিয়ে তারা ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে। তবে পরবর্তীকালে বৌদ্ধ মন্দির স্থাপন করা নিয়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরোধ কত দূর বিস্তৃত হয়, সেটাই বর্তমানে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর