প্রয়োজন নেই সাহায্যের, পথ চিনে নিজেই গাড়ি টেনে নিয়ে গেল ‘আত্মনির্ভর’ ষাঁড়; তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল (viral) ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

hqdefault 1 2

লকডাউনের চতুর্থ দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষনা করেছিলেন ২০ হাজার কোটি টাকার আত্মনির্ভর ভারত প্যাকেজের। দেশবাসীকে আত্মনির্ভরশীল হওয়ার ডাক দিয়েছিলেন। যার পরে আত্মনির্ভরতা নিয়ে একের পর এক মিম ও ভিডিও শেয়ার করে নেটজনতা। সেই পোস্ট গুলি কখনো আক্রমণ, কখনো সাপোর্ট, কখনো বা নিছকই বিনোদনের জন্য ভাইরাল হয়ে গিয়েছে। বলা বাহুল্য, ‘আত্মনির্ভর’ শব্দগুচ্ছ এখন দেশবাসীর মুখে মুখে৷ এবার কোনো সাহায্য ছাড়াই গাড়ি টেনে নিয়ে গেল একটি ষাঁড়, যে ভিডিও পোস্ট হতেই সাড়া ফেলে দিয়েছে নেট পাড়ায়। নেটজনতা বলছে, ষাঁড়টিও আত্মনির্ভর।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি ষাঁড় নিজেই পথ চিনে গাড়ি টেনে নিয়ে যায়। পথ চেনাতে চালকের সাহায্য তার লাগে না। এমনকি, গাড়িটি নিজের কাঁধেও তুলে নেয় সে একাই। এমপি পার্বেশ সাহেব সিং এর শেয়ার করা এই ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে ভিডিওটি এক লক্ষেরও বেশি ভিউ অর্জন করেছে। পাশাপাশি বয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা। নেটিজেনদের মধ্যে বেশ কয়েক রকম। প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সহায়তা ছাড়াই গরুর গাড়ি টানার ক্ষেত্রে ষাঁড়টির ক্ষমতাকে দেখে অনেকে প্রভাবিত হয়েছিল, অন্যরা মজা করে বলেছে “আত্মনির্ভর”

 

সম্পর্কিত খবর