তিনটে গোখরো সাপ নিয়ে কেরামতি দেখাচ্ছিল যুবক, ঘটে গেল ভয়ঙ্কর কান্ড! ভাইরাল ভিডিও

কথায় বলে কোনো প্রাণীর সাথে ছেলেখেলা করা উচিত নয়; আর প্রাণীটির নাম যদি ‘সাপ’ হয় তবে আর কোন কথাই নেই। অতীতকাল থেকে সকলে বলে আসছে যে, কোনো প্রশিক্ষণ ছাড়া সাপের সাথে খেলা করা সাধারণ মানুষের কাজ নয়। কিন্তু কে শোনে কার কথা!সাহসিকতার প্রমাণ দিতে গিয়ে এরকম ভাবে আগেও সতর্কবার্তা অগ্রাহ্য করেছে বহুজন আর বর্তমানেও এরকম একজনের নিদর্শন পাওয়া গেল কর্ণাটক রাজ্যে।

কর্ণাটক রাজ্যের বাসিন্দা মাজ সৈয়দ বরাবরই সাহসিকতার প্রমাণ দেখিয়ে আসে এবং সাপেদের সাথে খেলায় মত্ত থাকে সে। তবে প্রতিবার যে ভাগ্য সহায় হয়না তারই প্রমাণ পাওয়া গেল ভাইরাল ভিডিও তে।ভিডিওটিতে দেখা যাচ্ছে কোন বাগান কিংবা ক্ষেতে দুটি বড় আকারের গোখরো এবং একটি তুলনামূলক ভাবে ছোট আকারের গোখরো সাপ ফণা তুলেছে এবং তাদের মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে ওই ব্যক্তিটি। শুধু তাই নয় বরং এদের লেজ ধরে সামনের দিকে টানতে দেখা যায় মাজ সৈয়দকে।

এবং এরপরেই ঘটে দুর্ঘটনা! হঠাৎই সাপগুলি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তাদের থেকে এক হাত দূরে থাকা ছেলেটির দিকে তেড়ে যায় একটি গোখরো। হঠাৎ ঘটা এই আক্রমণের ফলে বেসামাল হয়ে পড়ে সৈয়দ এবং লেজ ধরে সাপটিকে সরানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘটে গেছে ঘটনা।পরবর্তীকালে অবশ্য ছেলেটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতাল সূত্রের খবর, এখন সে স্থিতিশীল রয়েছে।

ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন আইএফএস আধিকারিক সুশান্ত নন্দা। তিনি লিখেছেন, “এ ভাবে জীবনের ঝুঁকি নিয়ে কেউ সাপের সাথে কেরামতি দেখায়! সাপেরা সব সময় নড়াচড়া ফলো করে। একটু এ দিক ও দিক হলেই বিপদের মুখে পড়তে হয়।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর