কোভিড যোদ্ধাকে তৃষ্ণার জল পর্যন্ত দেয় নি কেউ, ভাইরাল অমানবিক ভিডিও

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : এই মুহুর্তে দেশে হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই মুহুর্তে যারা সামনে থেকে কোভিডের বিরুদ্ধে লড়ছে তারা স্বাস্থ্য কর্মী। কিন্তু আমরা কি স্বাস্থ্য কর্মীদের প্রতি সহৃদয়? তা যে একদমই নয় তার প্রমান বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল (viral) হওয়া তথ্য। এবার আরো একটি ভিডিও হল ভাইরাল। যেখানে এক অ্যাম্বুলেন্স চালককে শহরের কেউ তৃষ্ণার জল পর্যন্ত দেয় নি বলে অভিযোগ।

PicsArt 07 26 11.30.30

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ঘর্মাক্ত মৃতপ্রায় অ্যাম্বুলেন্স চালককে পানীয় খাওয়াচ্ছেন এক শিখ। ঐ চালক অভিযোগ করেন যে তাকে সবাই তাড়িয়ে দিয়েছে। তৃষ্ণার জল পর্যন্ত দেয় নি কেউ। ঐ শিখ ব্যক্তি জানান, যে তিনি খবর পেয়েছিলেন ড্রাইভার জ্ঞান হারাতে চলেছেন৷ কিন্তু সাথে কোভিড আক্রান্ত মানুষের মৃতদেহ থাকার কারনে অসুস্থ হয়ে পড়া মানুষটিকে কেউ জল পর্যন্ত দিতে আসে নি।

পাশাপাশি তিনি আরো বলেন এটা করোনা যোদ্ধাদের সাথে মেনে নেওয়া যায় না। এরা আমাদের জন্য সবচেয়ে বেশী খাটছেন। এরা সবথেকে বেশি সম্মানের অধিকারী হওয়া উচিত। সম্পূর্ণ ভিডিও আপনার চোখে জল এনে দেবে

এর আগে ভাইরাল ছবিতে দেখা গেছে, ৩২ ডিগ্রির ওপর চড়েছে তাপমাত্রা, সাথে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। এর মধ্যেও পিপিই কিট বাড়িয়েছে আরো গরম। অতিমারির সাথে লড়াই করতে করতে ক্লান্ত নার্স বসে পড়েছেন মেঝেতে। আর সেই অসম লড়াইয়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘আমি আমার টিমকে নিয়ে গর্বিত।’

সম্পর্কিত খবর