বাঘের ছানাদের দুধ খাওয়াচ্ছে ‘মা” কুকুর, ভাইরাল ভিডিও দেখে আবেগে ভাসল নেটবাসী

বাংলাহান্ট ডেস্ক : খাঁচার মধ্যে বসে আছে ধবধবে সাদা লোমের একটা ল্যাব্রাডর কুকুর। ঝুলে পড়া কান, গোটানো লেজ নিয়েই পরম যত্নে আগলে রাখতে তার আশেপাশে ঘুরঘুর করা ছোট্ট সদস্যগুলোকে। তবে, এই কুকুরের আশপাশেই হেসে-খেলে বেড়ানো তিনটে ছানার কোনটাই অবশ্য তার নিজের নয়, বলা ভালো সমপ্রজাতিরও নয়। তবুও বাঘের ছানাদের স্নেহ মমতায় ভরিয়ে রেখেছে ল্যাব্রাডরটি। ছোট্ট ব্যাঘ্র শাবকদের ভালোবাসায় ভরিয়ে তোলার পাশাপাশি সন্তানস্নেহে বাঘ ছানাদের দুধ খাওয়াতেও দেখা গিয়েছে সেই ল্যারাডরটিকে।

ইতিমধ্যেই এই কুকুর আর বাঘের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। K.c 1606 ভিডিওতে দেখা গেছে, কুকুরটি চুপচাপ বসে আছে। আর তার গা বেয়ে উঠছে বাঘের ছানা। কেউ আবার মুখের সামনে এসে গা এলিয়ে বসছে, কেউ আবার তরতরিয়ে উঠে পড়ছে তার ঘাড়ে। একটি সাদা রঙের মা কুকুর কয়েকটি বাঘের বাচ্চাকে তার দুধ পান করাচ্ছে। বাচ্চাগুলিও ওই কুকুরটিকে মা মনে করে তার দুধ আনন্দ করে পান করছে। এই দুই প্রাণীর প্রজাতির মধ্যে অনেক পার্থক্য থাকলেও মায়ের ভালোবাসা আর সন্তানের ক্ষুধা এই পার্থক্যকে ভালোবাসায় রূপান্তরিত করেছে।

ইনস্টাগ্রামের প্রোফাইলে ভিডিওটি পোস্ট হতেই মুহুর্তের মধ্যে বহু মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। হাজার হাজার ভিউজ আর রীতিমতো কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওতে মানুষ ক্রমাগত তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে।এমনকি অনেকেই এই মা কুকুরের অনেক প্রশংসা করছেন। অতীতে ইন্টারনেটে এমন অনেক ঘটনা ঘটেছে।

 

View this post on Instagram

 

A post shared by k.c. 😊 (@k.c.1606)

সেখানেও বিভিন্ন প্রজাতির প্রাণীদের একে অপরের সঙ্গে বন্ধুত্ব করতে দেখা গেছে।এছাড়াও চিড়িয়াখানায়, যদি কোনও প্রাণী তার মায়ের থেকে আলাদা হয়ে যায় বা কোনও কারণে তার মায়ের দুধ পান করতে অক্ষম হয়, তবে সেক্ষেত্রে বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য অন্য মহিলাকে আনা হয়। এখানেও একই রকম ঘটনা ঘটেছে।কিন্তু এই ঘটনাটি একেবারেই ভিন্ন। এখানে এমন দুটি প্রজাতি রয়েছে যার কোনো মিল নেই। তবে বাঘের বাচ্চাদের খাইয়ে মানুষের মন জয় করেছেন এই মা কুকুর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর