এমনও সম্ভব! মহিষের ভয়ে গাছে উঠলেন স্বয়ং পশুরাজ, তারপর যা হল! রইল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: তিনি পশুরাজ! যে কারণে জঙ্গলের মধ্যে তিনিই যে সর্বেসর্বা হয়ে উঠবেন তাতে কোনো দ্বিমত থাকতেই পারেনা। পাশাপাশি, তাঁর রাজকীয় আচরণ এবং বদমেজাজের জন্য তিনি সুপরিচিতও বটে। এহেন সম্মানজনক পদ থেকে যদি আচমকাই প্রাণ বাঁচাতে গাছে উঠতে হয় তাহলে ঠিক কেমন লাগে বলুন তো!

শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। তবে, অবাক হওয়ার কিছু নেই, কারণ এইরকমই একটি ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে। আর যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে সকলেরই। এমনিতেই আজকাল ভাইরাল ভিডিওর দৌলতে এমন কিছু ঘটনা আমরা দেখতে পাই যা দেখে রীতিমত তাজ্জব হয়ে যেতে হয় আমাদের।

তবে, ভাইরাল হওয়া এই ভিডিওগুলির মধ্যে বন্য পশু-পাখিদেরও এমন কিছু ভিডিও থাকে যা অত্যন্ত বিরল। তবে, বর্তমানের ভিডিওটি সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে যে সত্যিই “বিরলতম” আখ্যা পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি সিংহ নিজের প্রাণ বাঁচাতে এবং কার্যত নিরুপায় হয়ে একটি গাছে কোনোভাবে উঠে রয়েছে। তবে, জেনে অবাক হবেন যে, পশুরাজের এহেন অবস্থার পেছনে রয়েছে একদল মহিষ। আর এটাই সবচেয়ে হাসির রোল তুলেছে নেটমাধ্যমে। পাশাপাশি, খাদ্য-খাদকের সমীকরণও গুলিয়ে গিয়েছে এখানে।

বিশাল মহিষ বাহিনীর কাছে কার্যত আত্মসমর্পণ করেছে ওই সিংহটি। আর এই ভিডিওটিই বর্তমানে কাঁপিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ১৮ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে লাইক এবং কমেন্টের সংখ্যাও। এহেন ভিডিও দেখে নেটিজেনরাও বিভিন্ন মজাদার প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে, সিংহের এইরকম ভিডিও তাঁরা যে আগে দেখেননি তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর