‘পদ্ম জাতীয় ফুল নয়”, মদন মিত্রের পদ্মফুল ছেঁড়ার ভাইরাল ভিডিও দেখে প্রতিক্রিয়া তৃণমূলের

বাংলাহান্ট ডেস্ক : গতকাল ভাইরাল হয় মদন মিত্রের একটি ভিডিও (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)। সেই ভিডিওটিতে দেখা যায়, বেলঘড়িয়া পুষ্প প্রদর্শনী মেলার উদ্বোধনে গিয়ে মঞ্চে দাঁড়িয়েই একটি পদ্মফুল ছিঁড়ে ফেলছেন মদন মিত্র। একই সঙ্গে তিনি বলেন, ‘ এই টুকরো টুকরো ছিঁড়ে ফেললাম পদ্ম ফুল। বেলঘড়িয়ার ফুলের মেলায় আর কখনও পদ্ম থাকবে না। পদ্ম যেহেতু বিজেপির প্রতীক তাই পদ্ম দিয়ে বাংলাকে অপমান করা হয়েছে।’

ভিডিওটি প্রকাশ্যে আসার পরই কার্যতই হৈচৈ পড়ে যায় রাজ্যজুড়ে। বিজেপির তরফে অভিযোগ করা হয় যে এভাবে পদ্ম ফুল ছিঁড়ে ফেলে বিজেপিকে অপমান করতে গিয়ে আদপে দেশের জাতীয় ফুল ছিঁড়ে দেশের অপমান করেছেন মদন। তাঁর শাস্তির দাবিও উঠতে থাকে সামাজিক মাধ্যমগুলিতে।

এহেন অবস্থায় পদ্ম ভারতের জাতীয় ফুল নয়। এমনটাই দাবি করতে দেখা যায় তৃণমূলকে। নিজেদের দাবির সপক্ষে তারা ২০১৭ সালের একটি আরটিআই রিপোর্ট পেশ করেছে। যাতে বোট্যানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্পষ্টতই জানিয়েছেন মোটেই ভারতের জাতীয় ফুল নয় পদ্ম। কখনওই বোট্যানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পদ্মকে জাতীয় ফুল ঘোষণা করেনি।

২০১৭ সালে ঐশ্বর্য পরাশর নামের লখনউ এর এক ছাত্রী সরকারের কাছে ভারতের জাতীয় ফুল কী তা জানতে চেয়ে আরটিআই-টি করেছিল। আর তার উত্তরেই চমকপ্রদ ভাবে উঠে আসে এমন তথ্য। কেন্দ্র সরকারের পরিবেশ এবং বনমন্ত্রক সূত্রে খবর, ভারতের কোনো জাতীয় ফুলই নেই।

এই তথ্য হাতে আসার পরই বিজেপি সমর্থকদের সঙ্গে কোমর বেঁধে লড়াইতে নেমেছেন তৃণমূল কর্মীরা। পদ্ম ছিঁড়ে মদন মিত্র যে কোনো অপরাধ করেননি, এমনটাই সাফ দাবি তাঁদের। এই পদ্ম-পুরাণ ঘিরে কার্যতই বেশ চাঞ্চল্য বাংলা তথা দেশ জুড়ে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর