নতুন প্রকল্পের সাইটে যত্রতত্র ছড়িয়ে আবর্জনা, নিজেই পরিস্কার করলেন প্রধানমন্ত্রী মোদী! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: আজ দিল্লির প্রগতি ময়দানে ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর। কেন্দ্রীয় সরকার প্রায় ৯২০ কোটি টাকা ব্যয় এই করিডোর নির্মাণ করেছে।

উদ্বোধনের পর পুরো টানেলটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় টানেলের বেশ কিছু জায়গায় প্লাস্টিক বোতল ও অন্যান্য কিছু আবর্জনা তার চোখে পড়ে। এরপর প্রধানমন্ত্রী নিজের হাতে সেই আবর্জনাগুলো সরিয়ে দেন। প্রায় সমস্ত সোশ্যাল সাইটে প্রধানমন্ত্রী মোদির এই ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল সাইটে বহু নেটিজেন প্রধানমন্ত্রীর এই কাজকে প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর গদিতে বসার পর নরেন্দ্র মোদি শুরু করেন তাঁর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত মিশন। এই মিশনের উদ্দেশ্য ছিল সারাদেশকে আবর্জনা মুক্ত রাখা। স্বচ্ছ ভারত মিশন নিয়ে ব্যাপকহারে বিজ্ঞাপন ও প্রচার চালানো হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।অনেক তারকাকেও এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাব নিযুক্ত করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারে শৌচালয় নির্মাণ করা থেকে শুরু করে রাস্তাঘাট, নর্দমা, গঙ্গা ও অন্যান্য নদী পরিষ্কার রাখার পরিকল্পনা নেওয়া হয়। প্রতিবছর ভারত সরকার স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মাধ্যমে ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর গুলিকে পুরস্কার প্রদান করে আসছে। আজ নরেন্দ্র মোদির নিজের হাতে আবর্জনা পরিষ্কার করার ভিডিও টি স্বচ্ছ ভারত মিশন এর মুকুটে একটি নতুন পালক যোগ করল বলেই মনে করা হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর