‘টাকা কামানোর হলে অন্য কাজ করব, আমাদের লক্ষ্য দেশসেবা” অগ্নিবীরের হতে চাওয়া যুবকদের ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: গত ১৪ জুন কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষিত অগ্নিপথ প্রকল্পে ১৭ থেকে ২১ বছর বয়সী যুবকদের মাত্র চার বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে একটি নির্দেশ জারি করা হয়। পাশাপাশি, জানানো হয় যে, নির্দিষ্ট সময়সীমার পর তাঁদের ২৫ শতাংশ প্রার্থীকে স্থায়ীভাবে নিযুক্ত করা হবে সেনাবাহিনীতে। বাকিরা গ্র্যাচুইটি এবং পেনশনের কোনোরকম সুবিধা ছাড়াই অবসর নেবেন। পাশাপাশি, পরবর্তীকালে সরকার ২০২২ সালে নিয়োগের জন্য বয়সের উর্ধ্বসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ বছর করে দেয়।

এদিকে, সেনাবাহিনীতে এই নিয়োগপদ্ধতিকে ঘিরেই কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের নতুন এই প্রকল্পকে ঘিরে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এমতাবস্থায়, বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল এবং একাধিক সামরিক বিশেষজ্ঞরাও এই স্বল্পমেয়াদী নিয়োগ প্রকল্পের সমালোচনা করেন। যদিও, সম্প্রতি এই প্রকল্পে আবেদন নেওয়া শুরু হয়েছে।

এমতাবস্থায়, এবার একটি ভিডিও তুমুলগতিতে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। যেখানে একদল যুবক “অগ্নিবীর” হওয়ার প্রস্তুতির মাঝেই সকলকে উজ্জীবিত করেছেন। এমনকি সমস্ত বিতর্ক, দ্বন্দ্ব ভুলে তাঁরা সবাইকে “অগ্নিবীর” হওয়ার দৌড়ে সামিল হতেও বলেন।

মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, নিজেদের দৈনিক প্রস্তুতি শেষে একদল যুবক একটি ভিডিও রেকর্ড করেন। সেখানে একজন বলতে থাকেন যে, “আমরা অগ্নিবীর হওয়ার জন্য তৈরি। আপনারাও মাঠে আসুন এবং নিজেদেরকে প্রস্তুত করুন। আমাদের লক্ষ্য হল দেশসেবা। চার বছরই হোক কিংবা দশ বছর বা কুড়ি বছর, আমরা শুধু দেশের সেবা করতে চাই।”

পাশাপাশি তিনি আরও জানান, “আমরা উর্দিটি পরতে চাই। যদি টাকা উপার্জনের কথাই হত তাহলে আমরা অন্য কাজ করতাম কিন্তু, আমাদের উর্দির শখ রয়েছে। ছয় বছর ধরে চেষ্টা করছি। এটা আমাদের সপ্তম বছর। তাও চেষ্টা করছি এবং সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছে নিয়েই এগিয়ে যাচ্ছি।”

এদিকে, বিতর্কের আবহে এই ভিডিও কার্যত মন জিতে নিয়েছে সকলের। এমনকি, ভিডিওটি তুমুলগতিতে ভাইরালও হচ্ছে নেটমাধ্যমে। ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন প্রায় ১২ লক্ষ জন। পাশাপাশি, লাইক করেছেন সাড়ে ৮ হাজার জন। এছাড়াও, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। ওই যুবকদের স্বপ্নপূরণের জন্য তাঁরা শুভকামনাও জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর