করোনার ভয় উড়িয়ে রাজ্যের রাজধানীতে ‘গো করোনা গো” পার্টি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ ‘গো করোনা গো” পার্টির ভিডিও ভাইরাল (Viral Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media)। মধ্যপ্রদেশে করোনার মামলা লাগাতার বৃদ্ধি পাচ্ছে। এরপরেও মানুষ সচেতন হচ্ছে না। একদিকে জেলা শাসক নির্দেশিকা জারি করে বলেছেন যে, মাস্ক না পরলেই মোটা টাকা জরিমানা দিতে হবে, আরেকদিকে মানুষ বৈশ্বিক মহামারীকে সিরিয়াস ভাবে না নিয়ে সামাজিক দূরত্ব নিয়ে ছেলেখেলা করছে।

order
জেলা শাসকের নির্দেশিকা
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে একদল মানুষকে সামাজিক দূরত্বের নির্দেশিকার সাথে ছেলেখেলা করে ‘গো করোনা গো” পার্টি করছে। জানিয়ে দিই এই ভিডিও মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটি বাঁধে নেওয়া হয়েছে। ওই ভিডিওতে সহস্র মানুষের ভিড় দেখা যাচ্ছে। তাঁরা সোশ্যাল ডিস্টেন্সিং দূরের কথা, মাস্ক পর্যন্ত পরেনি।

রাজ্যে যদি এমন ভাবেই মানুষ করোনার সংক্রমণ নিয়ে ছেলেখেলা করে, তাহলে এই সংক্রমণ রোখা মুশিক হয়ে যাবে। জানিয়ে দিই, রাজ্যে বুধবার করোনার সংক্রমণের ১ হাজার ৮৩৯ টি নতুন মামলা সামনে এসেছে। এখনো পর্যন্ত গোটা রাজ্যে ৭৯ হাজার ১৯২ জন এই মারক ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে ২৩ হাজার ৯৯২ জনের স্যাম্পের পরীক্ষা করা হয়েছে। ৫৯ হাজার ৮৫০ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে। আর রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৭ হাজার ৭০২।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর