নিজের জীবন বিপন্ন করে কুমিরের মুখ থেকে কুকুরকে বাঁচালো প্রৌঢ়,  নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

viral video : ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের আব্দুল মাঝির গল্প আমরা সকলেই পড়েছি। সেখানে ছাগলের প্রাণ বাঁচাতে বেদেনি কুমিরের পিঠে চেপে বসে তার গলায় দায়ের কোপ বসায়। এবার বাস্তবেও অনেকটা তেমন ঘটনাই ঘটল। আমেরিকার ফ্লোরিডায় কুমীরের কবল থেকে এক কুকুরকে বাঁচিয়ে নেটপাড়ায় তুমুল প্রশংসা অর্জন করলেন এক বৃদ্ধ৷ ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে প্রায় সমস্ত সামাজিক মাধ্যমেই।

IMG 20201124 154727

নেটপাড়ায় প্রতিদিনই হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। আর এই ভিডিওগুলির মধ্যে যেমন পশুপাখির ওপর মানুষের অত্যাচার এর দৃশ্য ধরা পড়ে। তেমনই পশুপ্রেমের ভিডিও ও দুর্লভ নয়। তবে এই ভিডিও অন্যান্য ভিডিও থেকে বেশ কিছুটা স্বতন্ত্র।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,  এক ব্যক্তি হঠাৎই জলে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তিনি জল থেকে চোয়াল ধরে তুলে আনেন একটি কুমীরকে। দেখা যায় সেটি মুখে একটি কুকুর। কুকুরকে কুমীরের মুখ থেকে ছাড়ানোর জন্য প্রাণপণ লড়াই করেন তিনি এবং অবশেষে সফল হন৷

রিচার্ড উইলব্যাংকস নামের ঐ ৭৪ বছরের প্রৌঢ় জানিয়েছেন, তিনি সকালে হাঁটতে বেরিয়ে এক অদ্ভুত গোঙানি শুনতে পান৷ প্রথমে ভয় পেয়ে গেলেও তিনি কিছুক্ষণ পরেই বুঝতে পারেন একটি কুকুর এলিগেটর দ্বারা আক্রান্ত হয়েছে৷ জলের নীচ থেকে তারই গোঙানি ভেসে আসছে। তিনি সাথে সাথেই ঝাঁপিয়ে পড়েন এবং শেষ পর্যন্ত তাকে বাঁচাতে সক্ষম হন।

সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি৷ রিচার্ড এর প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা।  ইতিমধ্যেই কয়েক হাজার লোক দেখে ফেলেছেন এই ভিডিও। প্রশংসায় উপচে পড়ছে কমেন্ট বক্স। দেখে নিন ভাইরাল ভিডিওটি।

https://www.facebook.com/thedarksideofnature1/videos/3067962433303697/

সম্পর্কিত খবর