গরুর বদলে নিজেই গাড়ি টানছেন বিধবা মা, সঙ্গে ক্ষুধার্ত মেয়ে! কাঁদিয়ে ছাড়বে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রদেশের রাজগড় এলাকার একটি ভিডিও সম্প্রীতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে অনেকেই দু চোখের জল ধরে রাখতে পারেননি। এই ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন খোদ সরকারি ব্যবস্থার উপর। কি সেই ভিডিও?

আমাদের দেশে এমন অনেক জায়গা আছে যেখানে গরু বা ষাঁড় দিয়ে গাড়ি টানা হয়। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেল এক বয়স্ক বিধবা মহিলা কিছু ব্যাগ ও তার ছোট্ট মেয়েকে নিয়ে নিজেই গরুর বদলে সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন। জানা গেছে মহিলার নাম লক্ষ্মী বাই।মেয়েকে নিয়ে গরুর গাড়ি টেনে পাচোর থেকে ৩০ কিলোমিটার দূরে সারাংপুর যাচ্ছিলেন তিনি। প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করার পর দুই পথচারীর দৃষ্টি পড়ে তাদের উপর। কেন এমন করে গরুর বদলে তিনি নিজে এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন তা জানতে চাওয়া হলে সেই বিধবা মহিলা এক হৃদয়ে বিদারক ঘটনা বলেন।

মহিলাটি জানান যে তার স্বামী বেশ কিছুদিন আগে মারা গেছেন। তাদের এক বেলা ঠিকমতো খাবারও জোটে না। এমনকি তাদের থাকার মত ঘরও নেই। এরপর ওই মহিলা হাতজোড় করে বলেন,”আমি হাত জোড় করে অনুরোধ করছি যে আমাকে এবং আমার মেয়েকে সাহায্য করা হোক। অন্তত দুবেলা খাবার যেনো পাই।”

এই ঘটনা শোনার পর ওই দুই পথচারীদের একজন মহিলাটির গাড়িকে দড়ি দিয়ে তার বাইকের সাথে বাঁধেন। ওই পথচারীদের জানান ,”রাস্তা দিয়ে আমরা দুজন বাইক করে যাচ্ছিলাম। হঠাৎ দেখি এক মহিলা ব্যাগ পত্র ও তার মেয়েকে নিয়ে গরুর বদলে নিজেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন। কথায় কথায় জানতে পারি যে তারা খুবই হতদরিদ্র।ওই মহিলা তার মেয়েকে নিয়ে সারাংপুরে যাচ্ছেন।এরপর আমরা বাইকের সাথে তার গাড়ি দড়ি দিয়ে বেঁধে সারাংপুরে নিয়ে যাই।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর