বাঘকে নাকানিচোবানি খাওয়ালো ছোট্ট একটি হাঁস! ভাইরাল ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়

   

বাংলা হান্ট ডেস্ক: ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবের দুনিয়ায় আজ হাতের মুঠোয় সারা বিশ্ব। কোথায় কি ঘটছে, কিভাবে ঘটছে তা এক লহমায় জানতে পারছেন সবাই। শুধু তাই নয়, মনোরঞ্জন এবং সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে রয়েছে হাজারো ভাইরাল ভিডিওর ভিড়। অবসর সময়েই হোক কিংবা কাজের ফাঁকে যেগুলি দেখতে ভালোবাসেন সবাই।

প্রতিদিনই নতুন করে অসংখ্য ভিডিও ভাইরাল হয়ে নেট দুনিয়ায়। বিভিন্ন কন্টেন্টের এই ভিডিওগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। মূলত পশু-পাখির ওইসব ভিডিওতে থাকা অকৃত্রিম দৃশ্যগুলিই কখনও কখনও তীব্র হাসির রেশ তোলে নেট পাড়ায়। সম্প্রতি সেইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

একটা ছোট্ট হাঁসও যে বাঘের মত বড় এবং অত্যন্ত হিংস্র প্রাণীকে রীতিমত ঘোল খাইয়ে দিতে পারে তা সামনে এসেছে ভিডিওটির মাধ্যমে। তীব্র ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি বাঘ জলাশয়ে নেমে একটি হাঁসকে শিকারের জন্য উদ্যত হয়েছে। কিন্তু, যখনই সে হাঁসটির দিকে যাচ্ছে ঠিক তখনই ওই হাঁস জলে ডুবে গিয়ে জলাশয়ের অন্য প্রান্তে গিয়ে উঠছে।

যার ফলে বারংবার চেষ্টা করার পরেও কিছুতেই হাঁসটির নাগাল পাচ্ছেনা বাঘটি। শুধু তাই নয়, প্রায় তিন থেকে চার বার চেষ্টার পরেও সফল হতে পারেনি ওই বাঘ। এদিকে, ভিডিওটিতে আরেকটি বাঘকে দেখা গেলেও মূলত জলাশয়ে থাকা বাঘটিকেই নাকানিচোবানি খাইয়ে দেয় ওই ছোট্ট হাঁসটি।

https://www.youtube.com/watch?v=65OCFNU_2-E&t=1s

আর এই দৃশ্যই বর্তমানে তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। একটি হাঁসকে ধরতে গিয়ে “বাঘমামা”র এহেন কালঘাম ছুটতে দেখে স্বভাবতই হাসির চেপে রাখতে পারেন নি নেটিজেনরাও। মোট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটি ইতিমধ্যেই ইউটিউবে ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। পাশাপাশি, এটি দেখে প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। নির্ঘাত মৃত্যুর মুখোমুখি হয়েও হাঁসটি যেভাবে উপস্থিত বুদ্ধির জেরে নিজের জীবন বাঁচিয়েছে সেজন্য সেটির প্রশংসাও করেছেন সকলে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর