মৎস্য মারিব খাইব সুখে! খাবারের টোপ দিয়ে মাছ ধরল পাখি, তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : মাছ ধরতে আমরা অনেকেই ভালোবাসি। সম্প্রতি এমন এক মাছ ধরার ভিডিও ভাইরাল (viral video) হয়েছে যা দেখে চমৎকৃত নেটদুনিয়া। খাবারের টোপ দিয়ে পাখির এই মাছ ধরার বুদ্ধির তারিফ করছে নেটদুনিয়ার সকলেই।

PicsArt 08 24 11.41.12

মাছ ধরা মানুষের অন্যতম প্রাচীন কাজ৷ সভ্যতার উষালগ্ন থেকেই মাছ ধরে খেয়ে এসেছে মানুষ। কালের নিয়ম মেনেই সেখানে এসেছে আধুনিক পদ্ধতি। বর্ষার বদলে আধুনিক মানুষ ব্যাবহার করতে শিখেছে বড়শি। যার মাথায় ছোট খাবারের টুকরো থাকে। আর সেই খাবার খেতে গেলেই মাছের গলায় আটকে যায় ধারালো বড়শি। মানুষ ডাঙায় টেনে এনে সেই মাছ খাদ্য হিসাবে গ্রহন করে৷ এবার ভাইরাল ভিডিও তে টোপ দিয়ে মাছ ধরতে দেখা গেল এক পাখিকে। যদিও সে ছিপ বা বড়শির ব্যাবহার করেনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মুখে ছোট খাবারের টুকরো নিয়ে এক জলাশয়ের তীরে বসে আছে এক পাখি। খাবারের টুকরোটি সে জলে ফেলে দেয়৷ দুটি রঙিন মাছ সেই খাবারের টুকরো খেতে আসে। কিন্তু পাখিটির তুলনায় সেই মাছদুটি বড় ছিল বলে সে খাবারের টুকরোটি তুলে নেয় জল থেকে৷

মাছগুলি খাবার না পেয়ে ফিরে গেলে সে ফের একবার সেই খাবারের টুকরোটি জলে ফেলে। এবার একটি ছোট মাছ সেই খাবার খেতে এলে পাখিটি ছোঁ মেরে সেই মাছটিকে নিজের চঞ্চু দিয়ে ধরে ফেলে এবং মহানন্দে ভোজ সারে। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ১ মিলিয়নের বেশী নেট জনতা দেখে ফেলেছে এই ভিডিওটি। কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসার বন্যা। দেখে নিন এই ভাইরাল ভিডিও

https://twitter.com/HubNature/status/1295873199884906496?s=19

 

সম্পর্কিত খবর