বিষ দিয়ে খুন ১০০-র বেশি কুকুর! ভাইরাল ভিডিওতে ধরা পড়ল পঞ্চায়েত প্রধানের নৃশংসতা

   

বাংলা হান্ট ডেস্কঃ রাস্তায় কুকুর দেখলেই বিস্কুট দিয়ে কিংবা অন্য কোনো খাবার দিয়ে তাদের প্রতি ভালোবাসা উজাড় করে দেওয়া বহু মানুষের অভ্যাস। এছাড়াও কুকুর বলতে আমাদের মাথাতে প্রথমেই যে কথা আসে, তা হল ‘প্রভুভক্ত প্রাণী’। কিন্তু একবার ভাবুন তো, এই কুকুরদের বিষ দিয়ে হত্যার চেষ্টা করা কতখানি অপরাধ! আর এই ঘটনাই ঘটলো তেলেঙ্গানার একটি গ্রামে।

গত 27 শে মার্চ স্বয়ং গ্রাম প্রধানের উদ্যোগেই এই কাজটি করা হয় বলে অভিযোগ। পশু অধিকার আন্দোলনকর্মী পুলিশের কাছে অভিযোগ জানান সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবং তার গ্রেফতারের দাবিও তোলেন। বর্তমানে তদন্ত শুরু হয়েছে বলে খবর।

তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার থিগুল গ্রামের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সচিবের নির্দেশে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয় জানা গেছে। গত রবিবার গ্রামের 100 টিরও বেশী কুকুরকে ধরে নিয়ে গিয়ে তাদের শরীরে ইনজেকশন প্রয়োগ করে বিষ ঢোকানো হয়ম এই সংক্রান্ত একটি ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সেই গ্রামে পরে রয়েছে একাধিক মৃত কুকুরের দেহ।

গৌতম নামের সেই পশু অধিকার আন্দোলন কর্মী জানিয়েছেন, তিনি ঘটনার ব্যাপারে সেখানকার জেলাশাসক এবং পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছেন এবং তিনি চান, সেই গ্রাম প্রধান এবং সচিবকে সাসপেন্ড করা হোক। গ্রামের মানুষও তাদের শাস্তির দাবি তুলেছে। প্রসঙ্গত, এই অপরাধ যদি একবার প্রমাণ হয় তবে দোষীদের দুই থেকে তিন বছর পর্যন্ত হাজতবাস এবং জরিমানা দুই হতে পারে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর