Viral Video- ফোনে নিজেদের দেখে চমকে গেল বাঁদররা! শেষ পর্যন্ত যা হল দেখে অবাক সবাই

বাংলা হান্ট ডেস্ক: ছবি তুলতে বা কোনো জায়গায় বেড়াতে গিয়ে সেখানকার ভিডিও করতে আমরা সকলেই ভালোবাসি। এমনকি, পরবর্তীকালে সেইসব ভিডিও দেখে পুরোনো স্মৃতি রোমন্থন করি আমরা। কিন্তু, মানুষের কাছে এই দৃশ্য অত্যন্ত স্বাভাবিক হলেও এবার এমন একটি দৃশ্য সামনে এসেছে যা দেখে কার্যত হাসির রোল পড়েছে নেটদুনিয়ায়। যেখানে একদল বানরের অদ্ভুত এক আচরণ পরিলক্ষিত হয়েছে। মোবাইলের স্ক্রিনে নিজেদের ভিডিও দেখেই রীতিমত অবাক হয়ে গিয়েছে তারা।

এমনকি, এই সংক্রান্ত একটি ভিডিও তুমুলগতিতে ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই, জীবজগতের মধ্যে বানররা নিঃসন্দেহে অন্যতম একটি বুদ্ধিমান প্রাণী। পাশাপাশি, তাদের বিভিন্ন সব মজাদার ভিডিও ইতিমধ্যেই প্রচুর সংখ্যায় পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে। তবে, সেই তালিকায় নতুন ভাবে যুক্ত হয়েছে এই ভিডিওটি।

উল্লেখ্য যে, বর্তমান সময়ে আমরা সবাই কম-বেশি নেটমাধ্যমে সময় কাটাতে ভালোবাসি। এমনকি, সেখানে থাকা বিভিন্ন ভাইরাল ভিডিওগুলিও দেখতে পছন্দ করি আমরা। তবে, সেগুলির মধ্যে পশু-পাখি সংক্রান্ত ভিডিওগুলি দেখতেই প্রচুর পরিমানে ভিড় জমান নেটিজেনরা। কারণ, তাদের অকৃত্রিম সব আচরণ খুব সহজেই মন জয় করে নেয় সবার।

নিজের ভিডিও দেখেই হতবাক বানরেরা:
মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, রাস্তার ধারেই এক জঙ্গলের মধ্যে একদল বানরকে মোবাইল ফোনে তাদেরই ভিডিও রেকর্ড করে দেখাচ্ছেন এক ব্যক্তি। পাশাপাশি, সেই দৃশ্যটিও রেকর্ড করেছেন তিনি। আর তাতেই ওই বানরদের প্রতিক্রিয়াটি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

দেখা গিয়েছে যে, সেখানে উপস্থিত বানররা ওই দৃশ্য দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছে। এমনকি, তারা বারংবার মোবাইলের স্ক্রিনে হাত দিয়ে ছোঁয়ারও চেষ্টা করছে স্ক্রিনে দেখতে পাওয়া বানরগুলিকে। একজন তো আবার ওই মোবাইলেই চুমু খেয়ে বসে। এক কথায়, তারা মনোযোগ দিয়ে দেখতে থাকে ওই ভিডিওটি।

এদিকে, এই মজাদার ভিডিওটিই ইতিমধ্যে তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। বানরদের এই অভিনব প্রতিক্রিয়া দেখে মজাও পেয়েছেন নেটিজেনরা। পাশাপাশি, সেটিতে পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যা এবং লাইক। ইতিমধ্যেই helicopter_yatra নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড করা হয়। এছাড়াও, ভিডিওটি দেখে বিভিন্ন মজাদার প্রতিক্রিয়াও দিতে থাকেন নেটাগরিকরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর