‘আমি হাজির হলাম, দয়া করে গুলি করবেন না’, যোগীরাজ্যে প্ল্যাকার্ড হাতে আত্মসমর্পণ ডাকাতের! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশে যোগীরাশেষ হতে চলেছে অপরাধীদের ষড়যন্ত্র! সম্প্রতি, উত্তরপ্রদেশের বুকে ঘটা কিছু ঘটনায় এ কথার সম্ভাবনাই যে সৃষ্টি হয়েছে সেদিকে মত বিশেষজ্ঞদের। 10 ই মার্চ দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অপরাধীদের পুলিশের কাছে আত্মসমর্পণ করার ঘটনা সামনে আসে।

বর্তমানে, যোগী রাজ্যে পুলিশ তৎপর ভাবে বেছে বেছে অপরাধীদের গ্রেফতার করছে। এছাড়াও জানা যাচ্ছে, আত্মসমর্পণ করা অপরাধীদের ভয়ের একমাত্র কারণ হলো ‘এনকাউন্টারে মারা যাওয়া’। এর আগে যোগী আদিত্যনাথ যখন উত্তরপ্রদেশে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন, তখন বেশকিছু অপরাধীদের এনকাউন্টারে মারা হয়। এই কারণেই যোগীর দ্বিতীয়বারের শাসনকালে পুনরায় এনকাউন্টারে মারা যাওয়ার ভয়েই যে অভিযুক্তরা একে একে আত্মসমর্পণ করে চলেছে, সে কথাই জানা যাচ্ছে।

মঙ্গলবার এমনই দৃশ্য দেখা গেল চান্দৌলি জেলার আলিনগর থানায়। কুখ্যাত অপরাধী আশিস বিশ্বকর্মা এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে থানায় পৌঁছান। নিজের পরিচয় দিয়ে বলেন, “আমি আত্মসমর্পণ করতে এসেছি, আমাকে গুলি করবেন না।” বলে রাখা ভালো, আশিসের বিরুদ্ধে কৈলাশপুরিতে এক মহিলার চেন চুরি এবং বারাণসীর রাজাতালাবের মির্জামুরাদে এক পেট্রোল পাম্পের কর্মীকে লুঠ করার অভিযোগ ছিলো এবং পুলিশ তার জন্য 25 হাজার টাকা পুরস্কারও ঘোষণা করে।

এসএসপি চিরঞ্জীব মুখার্জি জানিয়েছেন যে, মির্জাপুর জেলার আদালহাট থানার পরসিয়া গ্রামের বাসিন্দা আশিস বিশ্বকর্মা কৈলাশপুরীতে 17 ই মার্চ এক মহিলার কাছ থেকে চেন ছিনতাইয়ের ঘটনায় পুলিশের নজরে এসেছিল। এছাড়াও, রাজাতালাবে পেট্রোল পাম্পের কর্মীকে লুঠের ঘটনায়ও জড়িত ছিল সে। তার বিরুদ্ধে 25,000 টাকা পুরস্কার ঘোষণা করা হলেও এতদিন অধরা ছিলো সে।

এদিন এসও বিবৃতি জারি করে বলেন, “দুষ্কৃতীকে আমাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্রিমিনাল রেকর্ডের তথ্যও খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা করে পরবর্তী ব্যবস্থা নেব।” এছাড়াও জানা যায়, তার কাছ থেকে 17 হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই টাকা সে মহিলার কাছ থেকে ছিনতাই করা চেন বেচে পায় বলেই জানা যাচ্ছে। এছাড়াও তার কাছ থেকে একটি 315 বোরের একটি পিস্তলও মেলে। ফলে যোগী রাজে উত্তরপ্রদেশের বুকে ধীরে ধীরে অপরাধের দমন শুরু হয়েছে বলেই মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর